এলোমেলো চিন্তা
বিগত অনেকদিন যাবৎ থেকেই স্থানীয় এলাকায় ইপিজেড বাস্তবায়ন আন্দোলন বিষয় নিয়ে সরাসরি জড়িত আছি, তাছাড়া যেহেতু এটা গণমানুষের দাবি, তাই সামনে থেকে আমাদের মতো তরুণরা প্রতিনিয়ত স্লোগান দিয়ে যাচ্ছে।
এটা সত্য স্থানীয় তথাকথিত জনপ্রতিনিধিরা কোনদিন কোন অবস্থাতেই এলাকার সঠিক উন্নয়ন হোক এটা চায়না। তারা চায়, এলাকার মানুষকে অন্ধকারে ডুবিয়ে রাখতে, কেননা সাধারণ মানুষগুলো যত অন্ধকারে ডুবে থাকবে, ততোই জনপ্রতিনিধিদের লাভ, দিনশেষে তাতে জনপ্রতিনিধিদের দল ভারী হবে। তাছাড়া কর্মজীবী মানুষের তো আর খেয়ে দেয়ে কাজ নাই, যে জনপ্রতিনিধির পিছনে ঘুরঘুর করবে।
এখানে আসলে বিশাল চক্র কাজ করছে, মূলত ভূমিদস্যুরা অত্যন্ত সক্রিয় স্থানীয় এলাকায় । তাদের কাছে জিম্মি নিরীহ মানুষরা।
আমাদের স্থানীয় মানুষদের দাবি, যেহেতু জমিগুলো চিনিকলের অধীনে ছিল যা এখন সম্পূর্ণ অপরিত্যক্ত, তাই জমিগুলো প্রথমে সরকার অধিগ্রহণ করুক এবং জমিগুলোতে ইপিজেড বাস্তবায়ন করুক।
তবে দুঃখের বিষয় হচ্ছে ফাঁকা জমিগুলোর কাছাকাছি যাদের বসতি, তারা বিভিন্ন স্বার্থন্বেষী মহলের কাছে জিম্মি হয়ে অপরিত্যক্ত জমিগুলোকে নিজেদের দাবি করছে এবং সেই জমিগুলো স্বার্থান্বেষী মহলেরা লিজ বাণিজ্য করছে।
সব মিলিয়ে বলতে গেলে একদম যা-তা অবস্থা। স্থানীয় জনপ্রতিনিধিদের শুধুমাত্র আশ্বাস বিশ্বাস এসব তো ক্রমাগত চলছেই, তবে তারপরেও আপামর জনগণ কোন অবস্থাতেই থেমে নেই।
তাদের কথা একটাই, আগে ভূমিদস্যদের হাত থেকে জমিগুলো কে রক্ষা করতে হবে এবং সেখানে ইপিজেড কিংবা বড় কোন প্রজেক্ট চালু করতে হবে, যাতে বহু মানুষের কর্মসংস্থান হয়।
দিন কে দিন বিষয়গুলো বেশ জটিল হয়ে যাচ্ছে, সামনে যে কি অপেক্ষা করছে, কে জানে তা।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
@shuvo35, this is a powerful post! The image of the wheatfield, juxtaposed with your passionate words about the struggle for the EPZ, really hits home. It's inspiring to see your commitment to fighting for the rights and development of your community, especially against those who prioritize personal gain over the collective good.
The details you've provided about the land grab and the local politicians' inaction paint a vivid picture of the challenges you face. Your dedication to ensuring that the land benefits the people through job creation is truly commendable.
Keep up the fight! Your voice and the voices of your community deserve to be heard. I hope more people will read your post and support your cause. Thanks for sharing this important story on Steemit. Let's hope for a positive resolution soon!