মুঠোফোনে জমে থাকা ছবি
শরীরটা খুব একটা ভালো ঠেকছে না, যার মূল কারণ আবহাওয়া পরিবর্তন। কি লিখে পোস্ট করব সেটাই বারবার ভাবছিলাম, শরীরটাও যেমন ভালো নেই, তেমনটা মনটাও।
কত মানুষ কত কথা দিল, তবে কথা রাখার বেলায় কাউকেই খুঁজে পাওয়া যায় না। মাঝে মাঝে শুধু একটা কথাই ভাবি, যে কথা কেউ রাখতে পারবে না, সেই কথা গুলো অহেতুক দেয় কেনো।
জগৎটাও যেমন অদ্ভুত আর তার মানুষগুলোও বড্ড আশ্চর্যজনক। শুধু রূপ বদলায় আর মিথ্যা কথার ক্রমাগত আশ্রয় নেয়। যাইহোক, সব মিলিয়ে পারিপার্শ্বিক অবস্থাতে বেশ হাঁপিয়ে উঠেছি।
এই ছবিগুলো বেশ কয়েকদিন আগে তুলেছিলাম, মুঠোফোনের গ্যালারিতে জমে ছিল। আজ ছবিগুলোর মুক্তি দেবো, কেননা যা অপ্রকাশ্য থাকে তা দেখে নিজে সন্তুষ্ট হলেও এক্ষেত্রে যারা পাঠক কিংবা দর্শক তাদের প্রতিক্রিয়া জানা খুবই দরকার।
একজন সৃষ্টিশীল মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার সৃষ্টির বিষয় নিয়ে মানুষ আলোচনা এবং পর্যালোচনা করবে। তখনই তো সৃষ্টির আসল সার্থকতা।
তাহলে চলুন, আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক, আমার মুঠো জমে থাকা ছবিগুলো। আশা করি ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার ছবিগুলোর কম্পোজিশন এবং রঙের ব্যবহার খুবই চমৎকার! বিশেষ করে আলো-ছায়ার খেলা খুব সুন্দর ধরা পড়েছে।আপনার লেখা আর ছবি দুটোই একইসাথে বিষাদ ও সুন্দরকে ধরে রেখেছে। কথাগুলো পড়ে মনে হলো, ছবিগুলো যেন আপনার মনের অবস্থাকেই চিত্রিত করছে।
কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার মন্তব্যের জন্য। দারুণ সাবলীল ভাবে মন্তব্য করেছেন।