ব্যস্ততাপূর্ণ সময়
গতকাল থেকে বেশ ব্যস্ততাপূর্ণ সময় যাচ্ছে, মূলত আগামী ২৮ আগস্ট আমার একমাত্র ছেলের জন্মদিন। একজন পিতা হিসেবে, এই দিনটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা আর মুখে বলতে চাই না।
দেখতে দেখতে ছেলেটার বয়স চার হতে চলেছে। মনে হচ্ছে এই তো সেদিন ও পৃথিবীতে আসলো, তারপর থেকে সময় যেন প্রতিনিয়ত ক্রমেই কেটে গিয়েছে। আমি আমার পিতৃত্বের বিষয়টাকে দারুণভাবে উপভোগ করছি।
ভিডিও লিংক
ছেলের বেড়ে ওঠা যেন প্রতিনিয়তই চোখের সামনে দেখছি, ওই যে সেদিন ও জন্মানোর পরে অপারেশন রুম থেকে আমার কোলে দেওয়া হল, তারপর থেকে আর কোনো ভাবেই ওকে কোল ছাড়া করিনি। সর্বদাই চোখে চোখে রাখি, বিন্দুমাত্র চোখের আড়াল নয়।
এখন যেহেতু গ্রামে থাকি, তাই গ্রাম থেকে শহরে যাতায়াত ব্যবস্থার অবস্থা খুব একটা ভালো না। তাছাড়া মোটামুটি অনেক আত্মীয়-স্বজন ও কাছের ছোট ভাইদের দাওয়াত করা হয়েছে। তাই একপ্রকার ব্যস্ততা বাড়িতে লেগেই আছে।
এই ব্যস্ততার ফাঁকে ফাঁকেই টুকটাক কিছু কাজ নিজের থেকেই করতে হচ্ছে, গতকাল শহরে গিয়েছিলাম মূলত কে অর্ডার করার জন্য। যেহেতু ৪০ থেকে ৫০ জন মানুষ অনুষ্ঠানে আসবে, তাই মোটামুটি বড় সাইজের একটা কেক অর্ডার করা হয়েছে।
যদিও কেকের দোকানের মালিক আমার পূর্ব পরিচিত, তারপরেও তারা হোম ডেলিভারি দিতে পারবে না, কেননা গ্রামীণ রাস্তার অবস্থা বৃষ্টির দিনে বেশ নাজুক।
যাইহোক, তারপরেও নিজে তাদের দোকানে গিয়ে কেক অর্ডার করলাম, আশা করি ২৮ তারিখেই পেয়ে যাবো। কেকের দোকানে কাটানো মুহূর্তের উপর ভিত্তি করে, একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে আপনাদের।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রথমেই শায়ানকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। শায়ানের জন্মদিন উপলক্ষে ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, জেনে খুব ভালো লাগলো ভাই। আশা করি সবকিছু ঠিকঠাক মতো সম্পন্ন হবে। শায়ানের জন্য অনেক অনেক দোয়া রইলো।
ধন্যবাদ ভাই, আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য। কৃতজ্ঞতা প্রকাশ করছি।