ব্যবহার বিধি
সোশ্যাল মিডিয়াতে ঘটে যাওয়া ঘটনার নেপথ্যে,
ফেসবুক প্রথমে রাইজিং ক্রিয়েটর বানাবে। তারপর দেবে কনটেন্ট মনিটাইজেশন।মনিটাইজেশন পাওয়ার পর আপনার মাথা যাবে পাগলা ঘোড়া।
কারণ ছবি আপ্লোড দিলে সেন্ট দিচ্ছে, স্টোরি দিলে দিচ্ছে, ভিডিও দিলে দিচ্ছে। আপনি সমানে খেয়ালে বেখেয়ালে পাগলা টাইপ ছবি, স্টোরি, ভিডিও আপ্লোড দিতে থাকবেন ডলারের লোভে। আপনি লাস্ট তিন মাসে কত ডলার পাইছেন। হিসাব করেন ত একটু।
এখানে দুইটা ঘটনা ঘটবে-
আপনার লিস্টের লোকজন আপনার পোস্ট ইগনোর করতে শুরু করবে যেহেতু আপনি পাগলা ঘোড়া টাইপ পোস্ট করতেছেন কোয়ালিটি / কোয়ান্টিটি বিবেচনা না করেই। রিচ কমতে শুরু করবে।ফেসবুক প্রাথমিক অবস্থায় আপনাকে সামান্য কিছু ডলার দিলেও, সময়ের সাথে তা কমানো শুরু করবে। কারণ ফেসবুকের অ্যালগরিদম দ্রুত পরিবর্তন হয়।
আপনার পাগলা ঘোড়ার মাথা হয়ে যাবে হতাশ। বিষাদগ্রস্ত। দেখবেন আর কিছুই ভাল্লাগেবেনা।
ফেসবুক মনিটাইজেশন একটা ফাদ। এই ফান্দে আটকায়া গেলেই কট। যত আগে বুঝবেন তত ভালো। লেখার ঋণ -Mehrab Jahid
Mehrab Jahid ভাই,
যা লিখেছে তা যৌক্তিক, তবে এটাও সত্য সবার জন্য সবকিছু না। আসলে ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে সৃজনশীল ও সহজ বিষয় হচ্ছে কনটেন্ট ক্রিয়েশন। তবে মজার ব্যাপার হচ্ছে, এই উচ্চমাত্রার সহজ সৃজনশীল বিষয় গিলতে গিয়েই, সবাই বদ হজম করে ফেলে এবং এটাও অপ্রিয় সত্য, যার সহজলভ্যতা যতো বেশি সেখানে ততো বেশি আবর্জনা থাকবে ।
এক্ষেত্রে অবশ্য কনন্টেন নির্বাচন করা, দেখা, রুচিবোধ কিংবা অন্যান্য পার্থক্য তো আছেই। তাহলে, সস্তা দরের বস্তা পচা কনন্টেন কেন এতো বেশি জনপ্রিয়, এটার মূল কারণ আসলে অডিয়েন্স।
এতকিছুর পরেও সোশ্যাল মিডিয়া কিন্তু বর্তমান সময়ে সকলের কাছে জনপ্রিয়, কেননা তারা পাবলিকের কাছে তাদের অবস্থান একদম শক্ত-পরিপক্ক করে নিয়েছে। যে অবস্থানে আর অন্য কোন কোম্পানি পৌঁছতে পারেনি, আদৌ পারবে কিনা, সেটা নিয়েও সন্দেহ।
তবে, সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম বা ফর্মুলা সম্পর্কে সব কিছু জানার পরেও, কেউ যদি স্বেচ্ছায় কনটেন্ট ক্রিয়েশন কে প্রফেশন ভাবে বেছে নেয়, এটা নিতান্তই তার ব্যক্তিগত বিষয়। তবে রুচির দুর্ভিক্ষের কারণে, ভালো কনটেন্ট ক্রিয়েটররা বেশ হতাশাগ্রস্ত।
তবে যাই বলুন না কেন, এতো কিছুর পরেও সোশ্যাল মিডিয়াকে ঘিরেই বহু পরিবর্তণ এসেছে পারিপার্শ্বিক অবস্থাতে এবং সেই পরিবর্তন ক্রমাগত চলমান কিংবা সর্বক্ষেত্রেই এই পরিবর্তন সাদৃশ্য।
সর্বোপরি শেষ কথা, সোশ্যাল মিডিয়ার ব্যবহার বিধি আপনি কিভাবে করছেন, এটা নির্ভর করে আপনার ব্যক্তিগত চিন্তাধারার উপরে, তার বাহিরে আর কিছুই না।
ধন্যবাদ।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Hey @shuvo35, this is a really thought-provoking post! I appreciate you bringing up the behind-the-scenes dynamics of social media monetization in such a clear and relatable way. The point about the " পাগলা ঘোড়া" (crazy horse) mentality and the potential for disillusionment is spot-on. It's a trap many creators can fall into, chasing fleeting rewards and sacrificing quality.
Your analysis of audience preferences and the challenges faced by quality content creators really resonates. It's a complex issue with no easy answers. You've opened up a crucial conversation about responsible content creation and mindful engagement with social media.
What strategies do you think creators can use to avoid the pitfalls you've described? Let's discuss!