দিদিভাই আমার জীবনে একবার বুফে খাওয়ার সৌভাগ্য হয়েছিল, তাও সেটা গত বছর বাবুর প্রথম জন্মদিন পালন করার সময়। যার সম্পূর্ণ স্পন্সর ছিল আমার বাংলা ব্লগ অর্থাৎ ছোট দাদা ও বড় দাদা। আজ আপনার বুফের খাবারগুলো দেখে ও বর্ণনা পড়ে, মুহূর্তেই সেই গত বছরের দিনটার কথা মনে পড়ে গেল।
আপনাকে কিন্তু দেখতে ভারী মিষ্টি লাগছিল।
আপনার চলার পথ সহজ ও সুন্দর হোক, এমনটাই ভাই হিসেবে প্রত্যাশা ব্যক্ত করছি। 🙏