লেখাটা পড়তে গিয়ে, কখন যে চোখের কোণায় পানি চলে এসেছিল তা যেন বুঝতেই পারিনি, যে কথাগুলো লিখেছেন মাকে কেন্দ্র করে, তাতে দ্বিমত পোষণ করার কোন যুক্তি দেখছি না। দারুণ উপভোগ করলাম ব্লগটি। আপনার, মা ও পুরো পরিবারের জন্য শুভেচ্ছা রইল, দিদিভাই। এভাবেই হাসি আনন্দে জীবন কাটুক।