You are viewing a single comment's thread from:

RE: আমার কবিতার খাতা থেকে:নষ্ট জীবন।।১৭ মে ২০২৪

in আমার বাংলা ব্লগlast year

তারপর ভরা সন্ধ্যায় আসে একরাশ চিন্তা ভাবনা
সামনের বর্ষায় আমার ঘর টা টিকে থাকবে তো?
নাকি একটু একটু করে ভাঙবে এই ঘর এই জীবন সংসার,
তবুও তো আশা কে ছাড়া যাবে না
ঘুরে দাঁড়াতে হবে যে কোনো ভাবেই।

ভয় হয় কবি, বড্ড ভয় হয়। কখন কি ঘটে যায়, তা বলা মুশকিল,বড্ড অনিশ্চয়তায় দিন কাটে আমার, তা যেন একদম কবিতার মাঝে ফুটে উঠেছে।

দারুণ বাস্তবিক কবিতা উপভোগ করলাম, দাদা।