
মানুষ বড়ই অদ্ভূত, নিজের প্রয়োজনে এরা সব রকম আচার আচরণ করতে পারে।
আসলে কিছু কিছু মানুষ আছে যারা গিরগিটির মতো নিজের রূপ পাল্টায়। স্বার্থলোভী লোক। যাইহোক, আপনার লেখা পড়ে যেইটা বুখতে পারলাম যেহেতু তার বয়স ষাট বছরের কাছাকাছি। হয়তো তার মেজাজটাই কিছুটা খিটখিটে তাই আপনাকে অপারেশনের টাকার কথা বলছে। বয়স বাড়লে মানুষের বোধ শক্তি কিছুটা লোপ পায়। তাই তার উপর রাগ করে লাভ নেই।
তবে আমি মনে করি কারো কাছ থেকে উপকার পেলে তাকে উপকার করতে না পড়লেও কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। আপনার লেখা পড়ে অনেক ভালো লাগলো। ডাক্তারি পেশা অনেক সুন্দর একটি পেশা। মানুষের সেবা করারই যার লক্ষ্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।