স্বরচিত কবিতা :অর্থ সব ধ্বংসের মূল
আসসালামুআলাইকুম/আদাব🤝
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।
পথ চলেছি হাতে হাতে, একদিন ছিলাম সাথি, ভাইয়ের মাঝে ভালোবাসা ছিল আগুনজ্বলা, আত্মীয় বলো, স্বজন বলো, ছিল যারা চিরচেনা, বন্ধু এসে হাত পাতে, টাকার আশায় ভরে, সুখের দিনে সবাই আসে, ভালোবাসা বোঝায়, এ অর্থ দুনিয়াতে বড় বিষের ফুল, টাকার জন্যই আজ সবাই মুখে হাসে, মনে কাঁদে, তাই বলি ভাই, টাকা দরকার কিন্তু মনের চেয়ে কম, এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
জান্নাতুল ফেরদৌস শেলী
অর্থ এলো মাঝপথে, ভাঙল সেই কথার পাথি।
যার সাথে হেসে কেটেছে বহু সন্ধ্যার কাল,
আজ টাকার কাছে সে-ই বন্ধুত্ব করে জাল।
অর্থ এলেই সেই আগুনে পড়ে কুয়াশা ছলা।
এক টুকরো জমির খাতায় হয় কতো মিথ্যে ভাগ,
ভাই ভাইকে শত্রু করে অর্থ করে শাসন-নাগ।
টাকার ছোঁয়ায় মুখ ফেরায়, সম্পর্ক যেন ভগ্ন-রেনা।
একদিন যে পাশে ছিলো বিপদ-আপদে, হাসি-গানে,
আজ তার চোখে দাম শুধু টাকা ছাড়া কিছু না মানে।
না দিলে তুমি হয়ো খারাপ, দিলে সে মুখ তোলে।
পরে চাইলে মুখ ঘুরায়, হাসে কটু রাগে,
সেই বন্ধুত্ব আজ শুধু স্মৃতি হয়ে বাঁচে।
অর্থ গেলে সেই ভালোবাসা ভান করে হারায়।
আজকে সম্পর্ক, আত্মীয়তা শুধুই লেনদেন,
টাকা হলেই দাম বাড়ে, না হলে নেই কেমেন।
ভালোবাসা, আত্মা সবই করে ধ্বংসমূল।
টাকা প্রয়োজন মানি ঠিক, তবু বলি খোলা গলায়,
অর্থ নয়, হৃদয় হলে সম্পর্ক জীবন সাজায়।
ভালোবাসা নেই আগের মত, সবই যেন সাজানো খাঁদে।
যার পাশে ছিলাম আমি, তার কাছেও দুঃখ পাই,
অর্থের এই দুনিয়াতে কে আপন বোঝা যায় না ভাই।
যেখানে হৃদয় সত্যিকারের, সেখানেই জীবনের জম।
টাকা থাকুক, ভালোবাসাও থাকুক, দুটোতে হোক ব্যালান্স,
নইলে জীবন হয়ে যাবে শুধু, শূন্যতার এক ডান্স।
ক্যামেরা Redmi note 9 ক্যামেরা.মডেল note9 অবস্থান সিরাজগঞ্জ- বাংলাদেশ।
👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
https://x.com/JannatulF57996/status/1936847403128381776?s=19
আমাদের বেঁচে থাকার জন্য অর্থের অনেক বেশি প্রয়োজন। অর্থ আমাদের যেমন সুখে শান্তিতে রাখে তেমন আমাদের জীবনের অশান্তির কারণ হয়েও দাঁড়ায়। বেশ ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে, ভীষণ সুন্দর এবং বাস্তবতার মধ্য দিয়ে আপনি সুন্দর করে কবিতাটি লিখেছেন।
ধন্যবাদ আপু আপনার মন্তব্য আমার অনেক ভালো লেগেছে।
অর্থ সব ধ্বংসের মূল নিয়ে খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন৷ আপনার কাছ থেকে সুন্দর কবিতা পড়ে খুব ভালোই লাগলো৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর এবং বাস্তবিক একটি বিষয়কে আপনার এই পোস্টের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। আপনি এই কবিতার লাইনের সামজ্ঞস্যতা খুবই সুন্দর ভাবে বজায় রেখেছেন। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷