কবিতা :সময়ের সাথে বদল
আসসালামুআলাইকুম/আদাব🤝
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।
শুরুর দিনে হাত ধরলেই মনে হতো আকাশটা কাছে তখন ভালোবাসা মানেই ছিল একসাথে হাঁটার স্বপ্ন কিন্তু সময়ের হাওয়ায় সব কিছু বদলায় ব্যস্ততা, দায়িত্ব আর জীবনের কঠিন হিসাব মায়া মোহাব্বত ফিকে হয়ে যায় অজান্তে তবুও অস্বীকার করা যায় না ভালোবাসা হয়তো কমে যায় সময়ের সাথে এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
জান্নাতুল ফেরদৌস শেলী
চোখে চোখ রাখলেই পৃথিবী থেমে যেত কিছুক্ষণের জন্য
রাতভর গল্প হতো আকাশের তারা গুনে গুনে
অভিমানে কেঁদেও একে অপরের কাঁধেই খুঁজে পেত শান্তি
প্রতিদিন দেখা না হলেও মনে হতো অগণিত দেখা হয়েছে
একটা ছোট্ট হাসি, একটা ছোট্ট মেসেজ
দিনটাকে করে তুলত আলো ঝলমলে
ধীরে ধীরে কমে আসে সেই মায়াবী উষ্ণতা
ফোনে কথার ভিড়ে আজ আর থাকে না সেই আগ্রহ
অভিমান ভাঙানোর তাড়া আজ কেবল স্মৃতির পাতায়
ভালোবাসাকে টেনে নিয়ে যায় দূরের কোনে
যে বন্ধন একদিন ছিল অটুট
আজ তা হয়ে যায় কেবল ভাঙা সুরের মতো
যে হাতের স্পর্শে ছিল আগুনের উত্তাপ
আজ তা নিস্তেজ হয়ে যায় সময়ের ছোঁয়ায়
শুধু হৃদয়ের গভীরে বেঁচে থাকে কিছু স্মৃতি
কখনো হাওয়ার ঝাপটায় সেই পুরোনো টান জেগে ওঠে
কোনো পরিচিত গান শুনলে মনে পড়ে যায় সেই দিনগুলো
কোনো পুরোনো ছবি চোখে জল এনে দেয়
কিন্তু তার ছাপ থেকে যায় মনের ভেতর
যেমন শুকনো ফুলে আর সুবাস নেই
তবুও স্মৃতির খাতায় সাজিয়ে রাখলে সৌন্দর্য মুছে যায় না
ক্যামেরা Redmi note 9 ক্যামেরা.মডেল note9 কভার ডিজাইন ক্যানভা অবস্থান সিরাজগঞ্জ- বাংলাদেশ।
👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।
https://x.com/JannatulF57996/status/1965116071549210951
https://x.com/JannatulF57996/status/1965117151444079028
https://x.com/JannatulF57996/status/1965117478469804529
সময়ের সাথে সবকিছুই বদলে যায়। আর আপনিও চমৎকারভাবে কথাগুলো তুলে ধরেছেন আপু। কবিতার কথা আর লাইন গুলো অনেক ভালো লেগেছে আমার। ধন্যবাদ আপনাকে।
আপনার কবিতাগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে৷ সব সময় আপনি যেভাবে এত সুন্দর কিছু কবিতা আমাদের মাঝে শেয়ার করে থাকেন সেগুলো খুব সুন্দরভাবে শেয়ার করেন৷ আজকেও আপনি একেবারে চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে যখন আপনার কাছ থেকে এত চমৎকার একটি কবিতা পারলাম তখন তা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে৷