কবিতা :সময়ের সাথে বদল

আসসালামুআলাইকুম/আদাব🤝

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ্ ভাল আছি। আমি @srshelly0399
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।

Add a subheading (1).png

আজকে আমি আবার কবিতা নিয়ে হাজির হলাম। যদিও আমার মনটা খুব একটা ভালো নেই। আপনারা অনেকেই জানেন আমার পরিবার এক ভয়ানক দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছে। তবুও জীবন তো আর থেমে থাকে না। প্রতিদিন নিয়মের মতোই চলতে হয়। তাই দুইদিন বিরতির পর আজকে আবার আপনাদের সামনে কবিতা নিয়ে এসেছি।মানুষের জীবনে সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে যায়। সম্পর্কের টানাপোড়েন প্রেম ভালোবাসা সবকিছুই সময়ের প্রবাহে একদিন আগের মতো থাকে না। শুরুতে যে উষ্ণতা আর মায়া থাকে সময়ের সাথে তা ফিকে হয়ে যায়। তবুও সেই স্মৃতি থেকে যায় হৃদয়ের গভীরে। আজকের কবিতায় সেই কথাই বলার চেষ্টা করেছি।

"সময়ের সাথে বদল"
জান্নাতুল ফেরদৌস শেলী

শুরুর দিনে হাত ধরলেই মনে হতো আকাশটা কাছে
চোখে চোখ রাখলেই পৃথিবী থেমে যেত কিছুক্ষণের জন্য
রাতভর গল্প হতো আকাশের তারা গুনে গুনে
অভিমানে কেঁদেও একে অপরের কাঁধেই খুঁজে পেত শান্তি

তখন ভালোবাসা মানেই ছিল একসাথে হাঁটার স্বপ্ন
প্রতিদিন দেখা না হলেও মনে হতো অগণিত দেখা হয়েছে
একটা ছোট্ট হাসি, একটা ছোট্ট মেসেজ
দিনটাকে করে তুলত আলো ঝলমলে

কিন্তু সময়ের হাওয়ায় সব কিছু বদলায়
ধীরে ধীরে কমে আসে সেই মায়াবী উষ্ণতা
ফোনে কথার ভিড়ে আজ আর থাকে না সেই আগ্রহ
অভিমান ভাঙানোর তাড়া আজ কেবল স্মৃতির পাতায়

ব্যস্ততা, দায়িত্ব আর জীবনের কঠিন হিসাব
ভালোবাসাকে টেনে নিয়ে যায় দূরের কোনে
যে বন্ধন একদিন ছিল অটুট
আজ তা হয়ে যায় কেবল ভাঙা সুরের মতো

মায়া মোহাব্বত ফিকে হয়ে যায় অজান্তে
যে হাতের স্পর্শে ছিল আগুনের উত্তাপ
আজ তা নিস্তেজ হয়ে যায় সময়ের ছোঁয়ায়
শুধু হৃদয়ের গভীরে বেঁচে থাকে কিছু স্মৃতি

তবুও অস্বীকার করা যায় না
কখনো হাওয়ার ঝাপটায় সেই পুরোনো টান জেগে ওঠে
কোনো পরিচিত গান শুনলে মনে পড়ে যায় সেই দিনগুলো
কোনো পুরোনো ছবি চোখে জল এনে দেয়

ভালোবাসা হয়তো কমে যায় সময়ের সাথে
কিন্তু তার ছাপ থেকে যায় মনের ভেতর
যেমন শুকনো ফুলে আর সুবাস নেই
তবুও স্মৃতির খাতায় সাজিয়ে রাখলে সৌন্দর্য মুছে যায় না

এই কবিতার মাধ্যমে বোঝানো হয়েছে যে সময় কখনো সম্পর্কের জৌলুসকে ধরে রাখতে পারে না। তবে পুরোনো দিনের মায়া আর স্মৃতিগুলো মানুষকে জীবনের শেষ পর্যন্ত ছুঁয়ে যায়। ভালোবাসা হয়তো বদলে যায় কিন্তু তার চিহ্ন থেকে যায় অমলিন হয়ে।

এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

banner-abbVD.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi note 9
ক্যামেরা.মডেলnote9
কভার ডিজাইনক্যানভা
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnztsmhqXECFWhnYScssX21XdqSgM3oVAxxx35K4bsUQXRKwwCsw9GRePhwFW6wnPkumnwFzjxJ7cZ8QEN9.gif

আমার পরিচয়

আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।
🌼💖🌼


👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Vs68WyhR4ueWguiqU5CbbyMd2eBafmyPRcYVv3LiYRs71UXq9fEqpbeAVPzHYduBype2HWE8Nhc1iC2fZdQmNHV5FFNrb9sFVE6WnN94dL...Tw5Abm2612Wy1uy3UjeTTZbeVkqn4KgAunyq9vsiSBbkpAkYqhvBS1PXAEzXPPRCksr3rtaRUWmWqLPXP3YprQi2rjfNopeJmrnAmRjttvj5BoLiBFTScarkV.webp

Posted using SteemX

Sort:  
 yesterday 

সময়ের সাথে সবকিছুই বদলে যায়। আর আপনিও চমৎকারভাবে কথাগুলো তুলে ধরেছেন আপু। কবিতার কথা আর লাইন গুলো অনেক ভালো লেগেছে আমার। ধন্যবাদ আপনাকে।

 8 hours ago 

আপনার কবিতাগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে৷ সব সময় আপনি যেভাবে এত সুন্দর কিছু কবিতা আমাদের মাঝে শেয়ার করে থাকেন সেগুলো খুব সুন্দরভাবে শেয়ার করেন৷ আজকেও আপনি একেবারে চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে যখন আপনার কাছ থেকে এত চমৎকার একটি কবিতা পারলাম তখন তা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে৷