কবিতা-রক্তজবার ভালোবাসা
আসসালামুআলাইকুম/আদাব🤝
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।
রক্তজবার পাপড়িতে লুকিয়ে আছে জ্যোৎস্নার আগুন প্রতিটি সকালে যখন সূর্য ওঠে। বাতাসে যখন ফুল কাঁপে মৃদু সুরে যেমন ফুল ঝরে যায় ঋতুর শেষে তুমি যখন আসো বাতাসের মৃদু স্পর্শে যেমন ফুল ফুটে রঙ ছড়িয়ে দেয় এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
জান্নাতুল ফেরদৌস শেলী
তোমার ঠোঁটে দেখি সেই লালের হাসি,
যেন ফুলের কোমল ছোঁয়ায়
আমার হৃদয় ভরে ওঠে ভালবাসার আলোয়,
রক্তজবার মতো ঝলমল করে ওঠো তুমি
তোমার চোখে লুকিয়ে থাকে দু’টি লাল তারা
যা আমাকে ডাকে অন্তহীন আকর্ষণে।
আমার হৃদয়ও তেমনি দোলে তোমার খোঁজে,
তুমি সেই লাল আভা, যা রক্তজবায় ফুটে
আর আমি সেই ভ্রমর, যে শুধু তোমার সুবাসে বাঁচে।
তবু থেকে যায় তার সৌরভ, তার স্মৃতি,
তেমনি তোমার ভালোবাসা কখনো ফুরাবে না
চিরকাল ভাসবে আমার জীবনের প্রতিটি কোণে।
রক্তজবার রঙে দেখি তোমার হাসি
প্রতিটি পাপড়ি যেন ডাকে আমার নাম।
সূর্যের আলোয় ঝলমল করে ওঠে
যেন তোমার চোখে ভাসে ভালোবাসার স্রোত।
রক্তজবার মতো কাঁপে আমার হৃদয়।
তোমার সৌন্দর্য লাল আগুনের মতো
যা আমাকে করে বন্দী তোমার ছায়া।
তেমনই তুমি আলো ছড়াও আমার জীবনে।
তোমার ভালোবাসা রক্তজবার সৌরভ
যা চিরদিন ভরে রাখবে আমার পৃথিবী।
ক্যামেরা Redmi note 9 ক্যামেরা.মডেল note9 কভার ডিজাইন পিক্সাবে অবস্থান সিরাজগঞ্জ- বাংলাদেশ।
👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।
🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
https://x.com/JannatulF57996/status/1972722806027911326
https://x.com/JannatulF57996/status/1972724387385319798
রক্ত জবার ভালোবাসা নিয়ে খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার কবি প্রতিভা খুব ভালোভাবেই ফুটে উঠেছে এই কবিতার মধ্য দিয়ে৷ একই সাথে এখানে যখন আপনার কাছ থেকে সুন্দর কবিতা পড়লাম তা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল৷ এখানে আপনি কবিতার লাইনের সামজ্ঞস্যতার পাশাপাশি খুব সুন্দর ছন্দের মিল রেখেছেন৷
ওয়াও চমৎকার অনুভূতি দিয়ে আজকে একটি কবিতা লিখেছেন।রক্তজবার ভালোবাসা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আর ভালোবাসার কবিতা গুলো এমনিতে অসাধারণ হয়। আপনি সুন্দর ভাষা দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আর এরকম কবিতাগুলো বারবার পড়তে মন চায়।