বাবার সাথে ভোরবেলা
আসসালামুআলাইকুম/আদাব🤝
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।
আজকের কবিতাটি লিখতে বসে মনে হলো, আমি আসলে কী নিয়ে লিখতে চাই? অনেক বিষয়ই মাথায় আসতে পারত প্রকৃতি, ভালোবাসা, বন্ধুত্ব কিংবা সংগ্রামের কথা। কিন্তু হঠাৎ মনে পড়ল আমার শৈশবের কিছু স্মৃতি, যেখানে বাবার সাথে ভোরবেলায় কাটানো মুহূর্তগুলো এখনো চোখের সামনে ভেসে ওঠে। মাছ ধরতে যাওয়া, নদীর ধারে দাঁড়িয়ে ভোরের আলো দেখা, বাবার কথা শোনা এসব শুধু স্মৃতি নয়, এগুলোই আমাকে আজকের জীবনের পথে সাহস আর অনুপ্রেরণা দিয়েছে।এই কবিতাটি তাই বাবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতার প্রকাশ। একই সঙ্গে এটি আমাদের শিখিয়ে দেয়, জীবনে যত কঠিন সময়ই আসুক না কেন, ধৈর্য আর বিশ্বাস নিয়ে এগোতে হয়। ভোর যেমন নতুন আলো নিয়ে আসে, তেমনি বাবার শিক্ষাও আমাদের ভবিষ্যতের পথ আলোকিত করে। আর এই অনুভূতি থেকেই আমার কবিতার জন্ম “বাবার সাথে ভোরবেলা।”
বৈশাখের ধূলিমাখা রাস্তায় ভোরের আলো, গ্রামের ভোর মানেই মাছ, নৌকা আর কিচিরমিচির, জোয়ারের ঢেউয়ের সঙ্গে আমিও হেসে উঠি, বাবার কাঁধে ভর দিয়ে দেখেছি অচেনা বিশ্বাসের চোখ, সেই সকালে শপথ নিয়েছিলাম আমি, এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
জান্নাতুল ফেরদৌস শেলী
হাতে ছিল স্টোর, চোখে আকাশ বাবা হেসে বলল, চল।
নদীর ধারে কুঁড়ে থাকা দিনের প্রথম রোদ,
সে আলো ফিরিয়ে আনে হারানো সুখের ছোঁয়া।
বাতাসে ভেসে আসে মাটির গন্ধ, দাদুর বাটি আর চিনি মেশানো চায়ের ধোঁয়া।
বাবা বলত ধৈর্য ধরো, ধীরে ধীরে জীবন চলতে হয়,
আজ যা ধরা যাবে, কাল তার রং হবে অন্যরকম।
ছোট্ট হাতে ধরি খালি জাল, তবুও মন ভরে যায় আশায়।
মাছ না পেলেও শিখে গেছি অপেক্ষার সৌন্দর্য,
ভালোবাসা কেমন করে আস্তে আস্তে বাড়ে আর ভাঙে না।
সে বলত জীবনও মাছের মতো, মিষ্টি আর নোনার মিশ্রণ।
আমি তখন ছোট ছিলাম, তবুও আজও মনে আছে সেই ভোরের গান,
যেখানে অতীত খুলে দেয় ভবিষ্যতের পথ।
পুরনো পথে শ্রদ্ধা রাখব, নতুন পথ গড়ব যেখানে স্বপ্ন আর ঐতিহ্য হাতে হাত রাখবে।
বাবার কণ্ঠ এখনো কানে বাজে, নীরবে, অমলিন,
সে বলেছিল চল, এগিয়ে যা।
ভোরের আলোয় লুকানো ছিল আমাদের ভবিষ্যৎ, নির্দোষ আর নির্মল।
ক্যামেরা Redmi note 9 ক্যামেরা.মডেল note9 কভার ডিজাইন পিক্সাবে অবস্থান সিরাজগঞ্জ- বাংলাদেশ।
👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।
🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
https://x.com/JannatulF57996/status/1968004852862324951
https://x.com/JannatulF57996/status/1968005343205790023