স্বরচিত কবিতা : পুরনো তুমিকে খুব মনে পড়ে
আসসালামুআলাইকুম/আদাব🤝
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।
পুরনো তুমিকে খুব মনে পড়ে, প্রিয়, সেই দিনগুলো আজ যেন স্বপ্নের মত লাগে, তুমি তখন আঘাত করো নি কিন্তু আজ আজ তুমি দূরে, খুব দূরে, প্রতিদিন তুমি কথা দিয়ে আঘাত করো, ফুটে ওঠে মনে, রক্ত ঝরে নিরবে। আগে তুমি বলতে"তোমায় কাঁদতে দিবো না," কেন এমন হলে তুমি? আজ আমি শুধুই তবুও তুমি কি কখনো ফিরে আসবে? হয়তো তুমি ভুলে যাবে সব, এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।জান্নাতুল ফেরদৌস শেলী
সেই তুমি, যে ছিলে আমার পৃথিবীর নির্ভরতা,
যে ছিলে বাবার মতো ছায়া,
অবুঝ আমার ছোট ছোট চাওয়া-পাওয়ায়
সবচেয়ে আপন, সবথেকে নরম আশ্রয়।
তুমি ছিলে পাশে, নিরব ভালোবাসার ছায়াতে ঢেকে।
আমি আবদার করতাম, আর তুমি হেসে মেনে নিতে,
একটুও বিরক্ত না হয়ে,
ভালোবাসা দিয়ে সব ভুল ঢেকে রাখতে।
চোখে চোখ রাখলে শুধু স্নেহ ঝরতো।
তোমার একটুখানি আদরেই
আমার পৃথিবীটা ভরে যেত আলোয়,
আমার হৃদয় জুড়ে বাজত শান্তির বাঁশি।
সেই তুমি আর নেই।
দেহে না হোক, মনে… অনুভবে... আচরণে।
সেই কোমল কথা, সেই ভরসার চাউনি,
সবই আজ মুছে গেছে সময়ের ঢেউয়ে।
যে কথা একসময় ছিলো বুকে আগুন হয়ে আশ্রয়,
আজ তা হয়ে গেছে ছুরি
আজ সেই তুমিই আমার অশ্রুর কারণ।
আগে তোমার কথায় ছিলো মধুর ছোঁয়া,
এখন কেবল বিষ, অবহেলা, অপমান।
আমি কি বদলে গেছি?
না তুমি ভুলে গেছো
ভালোবাসার সেই শপথ,
যেখানে বলেছিলে "তোমাকে কষ্ট দেবো না কখনো।"
একটা অতীত
যাকে তুমি চাই না মনে রাখতে।
আমি এখন ব্যথার নাম,
অভিমানের ছায়া,
এক অবহেলিত পরিচিত মুখ।
এই হৃদয় আজও খোঁজে সেই পুরনো তুমিকে।
যে আগলে রাখত, আদরে ভরিয়ে দিত,
যে আমায় মানুষ ভাবত, না শুধু একটা অভ্যেস।
না শুধু রয়ে যাবে স্মৃতির পাতায়
ভুলে যাওয়া ভালোবাসা হয়ে?
কিন্তু আমি
এই হৃদয় নিয়ে বাঁচবো,
সেই পুরনো তুমির অপেক্ষায়।
ক্যামেরা Redmi note 9 ক্যামেরা.মডেল note9 অবস্থান সিরাজগঞ্জ- বাংলাদেশ।
👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/JannatulF57996/status/1937574036198117570?s=19
https://x.com/JannatulF57996/status/1937595871790792766?s=19
https://x.com/JannatulF57996/status/1937596811851759851?s=19
https://x.com/JannatulF57996/status/1937597736519651627?s=19
https://x.com/JannatulF57996/status/1937598896995467387?s=19
বিভিন্ন রকম টপিক নিয়ে কবিতা লেখা হলে খুব ভালো লাগে পড়তে। আর যদি ভালোবাসার কবিতা হয় তাহলে তো আরো বেশি ভালো লাগে। আমি কবিতা লিখতে অসম্ভব পছন্দ করি, আর কবিতা পড়তেও আমার কাছে খুব ভালো লাগে। আপনার কবিতার প্রত্যেকটা লাইন ছন্দের সাথে ছন্দ মিলিয়ে অনেক বেশি সুন্দর করে লিখেছেন।
এত সুন্দর একটা টপিক নিয়ে আপনি আজকের কবিতাটা লিখেছেন দেখে খুব ভালো লাগলো। এরকম কবিতাগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আজকের কবিতাটা অসম্ভব দারুন ছিল। অনেক বেশী সুন্দর করে লিখেছেন এই কবিতা আপনি। কবিতার প্রতিটা লাইন খুব ভালো লেগেছে আমার কাছে।
ভালোবাসার মানুষকে ঘিরে একরাশ অভিমান নিয়ে লেখা কবিতাটি খুব ভালো লাগলো। কবিতার প্রতিটি কথায় যেন অভিমান ছুঁয়ে গেছে। সময়ের সাথে সাথে মানুষ বদলে যায় আসলেই তাই। চমৎকার কবিতাটি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপু।
🎉 Congratulations!
Your post has been manually upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
দিন যত যায় মানুষ পরিবর্তন হতে থাকে। মানুষ একবার পরিবর্তন হয়ে গেলে তার মধ্যে পুরনো মানুষটিকে খুঁজে পাওয়া অনেক বেশি কষ্টকর হয়ে পড়ে। বেশ ভালো লাগলো আপনার এই কবিতাটি পড়ে। ভীষণ সুন্দর টপিক নিয়ে আপনি কবিতাটি রচনা করেছেন।
এত সুন্দর একটি কবিতা পড়ে অনেক বেশি ভালো লাগছে৷ আর যেভাবে আপনি আজকের সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে৷ একইসাথে এখানে কবিতা যখন আপনার কাছ থেকে পড়লাম তখন আরো অনেক বেশি ভালো লাগলো। এখানে এই কবিতা একেবারে চমৎকারভাবে লাইনের সামজ্ঞস্যতা বজায় রেখেছেন৷ একইসাথে এখানে কবিতা যখন পড়ছিলাম তখন একেবারে কোথায় যেন হারিয়ে যাচ্ছিলাম।