আজকে আমি আপনাদের সামনে একটি কবিতা নিয়ে হাজির হয়েছি। জীবন কখনো থেমে থাকে না, ঠিক যেমন একটি ফুলের মতো যা সময়ের সাথে খোঁজখবর না পেলে ধীরে ধীরে শুকিয়ে যায়। আমাদের হৃদয়ও একই রকম। ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত আমরা অনেক কিছু দেখি, শিখি এবং অনুভব করি। ভালোবাসা, মায়া, স্নেহ এই অনুভূতিগুলো মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান ধন। কিন্তু কখনো কখনো আমরা এই মূল্য বুঝতে দেরি করি, সময়ের ব্যস্ততায় বা অবহেলার কারণে।গোলাপের মতো নারী স্ত্রী হোক বা প্রিয়তমা যদি ভালোবাসা, সময়, যত্ন পায়, সে ফোটে। তার হাসি, তার আনন্দ, তার স্নেহ চারপাশে ছড়িয়ে যায়। ঠিক যেমন ফুলের সৌন্দর্য পরিবেশকে সুন্দর করে তোলে, একজন মানুষের ভালোবাসা জীবনকে উজ্জ্বল করে। এই কবিতায় আমি সেই অনুভূতি, সেই সতেজতা এবং সেই সরল সত্য ফুটিয়ে ধরার চেষ্টা করেছি।
“গোলাপ আর ভালোবাসা”
জান্নাতুল ফেরদৌস শেলী
গোলাপ গাছকে যত্নে রাখলে
সে ফোটে, হাসে, সুবাস ছড়ায়
তেমনি এক নারী
যদি পায় সময়, ভালোবাসা আর যত্ন
সে-ও ফোটে হৃদয়ের বাগানে
সুখ ছড়ায় জীবনের চারপাশে
শিশির ভেজা সকালে হাসির আলো নিয়ে আসে
ফুলের পাপড়ি যেমন নরম ও কোমল
মনের গভীরে সেই কোমলতা ফোটে
যে অনুভূতি ছুঁয়ে যায় সবাইকে
অযত্নে গোলাপ যেমন শুকিয়ে যায়
তেমনি অবহেলায় নিভে যায় প্রেমের আলো
যে ফুল একটুখানি যত্নে হতো রঙিন
আজ তা কেবল শুকনো কাঁটায় পরিণত হয়
ভালোবাসা গোলাপের মতো
স্নেহ আর বিশ্বাসে থাকে অটুট
অবহেলায় হারায় তার সৌন্দর্য
হারায় তার হাসি
হারায় তার সুবাস
আমাদের উচিত শিখতে
যত্ন মানেই টিকে থাকা
ভালোবাসা মানেই জীবনকে সুগন্ধে ভরিয়ে তোলা
ফুলের মতো যত্ন নিলে জীবনও ফোটে।
এই কবিতার মাধ্যমে বোঝানো হয়েছে যে ভালোবাসা শুধু অনুভূতি নয়। ভালোবাসা মানেই যত্ন, যত্ন মানেই সময় দেওয়া, মনোযোগ দেওয়া। কোনো সম্পর্ক, কোনো বন্ধন, কোনো মানুষের হৃদয় সবই টিকে থাকে যত্ন আর স্নেহের শক্তিতে। যদি আমরা অবহেলা করি, তবে সেই সৌন্দর্য নিঃশব্দে হারিয়ে যায়।ফুল যেমন যত্ন নিলে জীবনের চারপাশে সৌন্দর্য ছড়ায়, তেমনি ভালোবাসা যদি যত্ন আর মনোযোগ পায়, তাতে জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে সুন্দর। তাই যত্ন নিই, ভালোবাসা রাখি, হৃদয় খুলি।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

ধন্যবাদ সকলকে✨💖


ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi note 9 |
ক্যামেরা.মডেল | note9 |
কভার ডিজাইন | পিক্সাবে |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ। |


আমার পরিচয়
আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে। 🌼💖🌼 |
👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemX
🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
https://x.com/JannatulF57996/status/1971625085560930603
https://x.com/JannatulF57996/status/1971625677716930825
বাহ আপনাদের চমৎকার কবিতা লিখেছেন।গোলাপ আর ভালোবাসা কবিতাটি পড়ে কিন্তু অনেক ভালো লাগলো। আর কবিতার মাধ্যমে ভালোবাসা এবং সৌন্দর্য তুলে ধরেছেন। এই ধরনের কবিতা থেকে অনেক কিছু উপলব্ধি করা যায়। বিভিন্ন রকম এবং ভালোবাসা নিয়ে কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
আপনার কবিতা গুলো পড়তে আমার সব সময় অনেক বেশি ভালো লেগে থাকে৷ আজকেও যেভাবে আপনি চমৎকার একটি কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন৷ একই সাথে এখানে এই কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে চমৎকার একটি কবিতা পড়তে পারলাম৷ এর মধ্যে আপনি লাইনের সামজ্ঞস্যতা একেবারে চমৎকার ভাবে বজায় রেখেছেন৷