লেখাটা পড়ে সত্যিই মনে হলো কেউ আমার মনের কথাগুলো সুন্দরভাবে সাজিয়ে দিলো। আজকাল সবাই দৌড়াচ্ছে, টাকার পেছনে, নামের পেছনে কিন্তু শান্ত মন ছাড়া আসলেই কিছুই পাওয়া যায় না। আপনার এই কথাগুলো যেনো আমাদের ভুলে যাওয়া সত্যি কথা মনে করিয়ে দিলো।সবচেয়ে ভালো লেগেছে “কৃতজ্ঞ থাকা শেখা”— একেবারে জীবনের মূল মন্ত্র।
আসলে কৃতজ্ঞ থাকলে সবকিছু সহজ হয়ে যায়।