সবাই শান্তির খোঁজে।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে শান্তির খোঁজ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
এই পৃথিবীতে একটা জিনিসের জন্য সব সময় মানুষ দিন রাত কঠোর পরিশ্রম করে। অর্থাৎ মানুষের জীবনে একটা মাত্র চাহিদা হল শান্তি। আরে শান্তির খোঁজে মানুষ প্রতিনিয়ত দিন রাত এদিক ওদিক ছুটে বেড়ায়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি মানুষের সাথে ভালো মেলামেশা করি এবং তাদের উপকার করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা সেখানেও শান্তি খুঁজে পাবো। অর্থাৎ শান্তি খুঁজে পেতে হলে যে আপনাকে অনেক বেশি যুদ্ধ করতে হবে এমন কোন কথা নেই। কেননা যারা মানুষের উপকার করে এবং মানুষের সাহায্য করে জীবনে বড় হয় তারা কিন্তু জীবনে প্রকৃত শান্তি উপভোগ করতে পারে। এই জীবনে যারা কঠোর পরিশ্রম করে তারাও কিন্তু জীবনের শান্তি উপভোগ করতে পারে।
একমাত্র অলস অফিসের লোক কখনো এই পৃথিবীতে শান্তি খুঁজে পায় না। যেহেতু তারা নিজেরা কখনো শান্তি খুঁজে পায় না তাই তারা কখনো অন্য মানুষের শান্তি সহ্য করতে পারে না। আর তারা সবসময় চেষ্টা করে কি করে মানুষের ক্ষতি করা যায় এবং মানুষ যাতে শান্তিতে না থাকে সেই ধরনের কর্মকান্ড তারা প্রতিনিয়ত করে বেড়ায়। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি সবাই মিলেমিশে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারি তাহলে সেখানে সবাই মিলে শান্তিতে বসবাস করতে পারবো। কিন্তু এখন সমাজের মধ্যে আমরা কখনো কোথাও শান্তি খুঁজে পাবো না। কেননা সমাজের মানুষগুলো এখন স্বনির্ভরশীল হয়ে গেছে এবং নিজের মত করে তারা বাঁচার চেষ্টা করে প্রতিনিয়ত।
আসলে এই মানুষেরা একটা জিনিস কখনো জীবনে উপভোগ করতে পারে না সেটি হল প্রকৃত শান্তি। তারা যদি প্রকৃত শান্তি উপভোগ করতে চায় তাহলে তাদের অবশ্যই একজন ভালো মানুষ হতে হবে। কেননা ভালো মানুষেরা যেহেতু সবসময় ভালো কাজ করে এবং তাদের এই ভালো কাজকর্মের জন্য মানুষগুলো তাদের অনেক বেশি ভালোবাসে। আর যে মানুষেরা মানুষের কাছ থেকে প্রকৃত ভালোবাসা পেয়ে থাকে তারা জীবনে অবশ্যই সুখ-শান্তি উপভোগ করতে পারে। কিন্তু মানুষ যদি খারাপ হয় তখন কেউ তাদেরকে কখনো ভালোবাসে না। বরং ভালো না বেশে তাদেরকে সব সময় ঘৃণা করে। এজন্য একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি মানুষকে মন প্রাণ দিয়ে ভালবাসতে পারি তাহলে আমরা সেখানে প্রকৃত শান্তি খুঁজে পাব।
কিন্তু যারা জীবনের পরিশ্রম না করে শুধুমাত্র শান্তির পিছনে ছুটে বেড়ায় তারা কখনো জীবনে শান্তি পায় না। পরিবারের মধ্যে যদি কোন মানুষের মিল না থাকে তাহলে সেখানে সবসময় অশান্তি বিরাজ করে। পরিবারের শান্তি আনতে হলে যে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে হবে এমন কোন কথা নেই। কেননা আপনি অল্প অর্থ উপার্জন করেও পরিবারের শান্তি আনতে পারেন যদি আপনার পরিবারের সকল সদস্য গুলো ভালো হয়। অনেক সময় আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাই যে আমরা পরিবারের মানুষদেরকে যতই অর্থ দিই না কেন তারা কিন্তু কখনো জীবনে শান্তি পেতে চায় না। আসলে তারা শুধুমাত্র জীবনে অর্থ ছাড়া আর কোন কিছু কখনো বুঝতে চেষ্টা করে না। আর এজন্য তারা সারা জীবন অশান্তিতে ভোগে।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
Absolutely loved this post, @steem-articles! আপনার "আমার বাংলা ব্লগ" পরিবারের প্রতি শুভকামনা এবং শান্তির খোঁজের এই লেখাটি সত্যিই হৃদয়গ্রাহী। It's so true that true peace lies not in endless searching, but in kindness, hard work, and genuine connection with others.
I especially appreciated the point about how even with limited resources, family harmony can bring immense peace. The images you've included beautifully complement your words. This post is a wonderful reminder to focus on what truly matters in life. Keep sharing your insightful perspectives with us! I'm sure many will relate and reflect on your writing. সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন!