খারাপ জিনিস লোভনীয় হয়।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে খারাপ জিনিস লোভনীয় হয় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


dice-7307194_1280.jpg



লিংক


এই পৃথিবীতে আমরা প্রতিনিয়ত পরিশ্রম করি বিভিন্ন ধরনের চাহিদা পূরণ করার জন্য। আসলে আমাদের জীবনে কোন চাহিদা না থাকলে আমাদের কাজ করার কোন প্রয়োজন হতো না। অর্থাৎ মানুষ শুধুমাত্র সারাদিন ঘুরে বেড়াতো এবং বিভিন্ন ধরনের খারাপ কর্মকান্ডে তাদের সময় ব্যয় করতো। আসলে একটা জিনিস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে যে সকল লোভনীয় জিনিষ রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটা খারাপ। অর্থাৎ খারাপ জিনিস সব সময় আমাদের কাছে অনেক বেশি লোভনীয় হয়। একটা জিনিস আপনি সবসময় খেয়াল করে দেখবেন যে এই পৃথিবীতে যে ভালো জিনিস গুলো রয়েছে সেগুলোর প্রতি মানুষ কিন্তু খুব কম আকৃষ্ট হয় এবং খারাপ জিনিস গুলোর প্রতি বেশি আকৃষ্ট হয়।


আসলে আমরা যদি খারাপ জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয়ে সেই জিনিসের প্রতি ঝুঁকে পড়ি তাহলে কিন্তু আমরা জীবনে কখনো মাথা উঁচু করে এই সমাজের মাঝে দাঁড়াতে পারবো না। একটা জিনিস আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে হলে সর্বপ্রথম আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ভালো কর্মকান্ড করতে হবে এবং খারাপ লোভনীয় জিনিস থেকে নিজেদের দূরে রাখতে হবে। আসলে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমাদের বাচ্চাদের সাথে ভুল কাজ করে থাকি। অর্থাৎ তাদের এমন এমন খারাপ জিনিসের সংস্পর্শে নিয়ে আসি যাতে করে তারা কিন্তু সেই খারাপ দিকে বেশি ঝুঁকে পড়ার সম্ভাবনা থাকে। এজন্য আমাদের সব সময় সহযোগ থাকতে হবে যাতে করে তারা কোন খারাপ দিকে এগিয়ে না যায়।


আসলে বড়দের থেকে খারাপ জিনিসের প্রতি আকৃষ্ট হয় ছোট মানুষেরা। অর্থাৎ তাদের মধ্যে তখনও ভালো-মন্দ কোন ধরনের জ্ঞান সৃষ্টি হয় না। তারা সবসময় চেষ্টা করে যে কি করে সেই জিনিসটা পাওয়া যায় এবং সেই জিনিসটা পাওয়ার জন্য যেকোনো ধরনের খারাপ কাজ করতে তারা রাজি থাকে। আর এর ফলে বিভিন্ন জায়গা দেখতে পাই যে ছোট ছোট বাচ্চারা বিভিন্ন ধরনের খারাপ কাজে জড়িয়ে পড়ে এবং এর ফলে তাদের পুরো জীবনটা নষ্ট হয়ে যায়। আসলে খারাপ জিনিস যেহেতু লোভনীয় তাই আমরা সবসময় চেষ্টা করবো যে এই খারাপ জিনিস গুলো থেকে নিজেদের এবং নিজেদের সন্তানদের দূরে রাখার জন্য। কেননা এতে করে কিন্তু নিজেদের সাথে-সাথে নিজেদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়।


তাই আমরা সব সময় খারাপ জিনিসের থেকে দূরে থাকার চেষ্টা করব এবং জীবনে কখনো কোন কিছুতে লোভ করব না। লোভ একটা মানুষকে একদম উঁচু পর্যায়ে থেকে নিচু পর্যায়ে নিয়ে আসে। এজন্য আমরা সব সময় বিভিন্ন ভালো কাজকর্ম করার চেষ্টা করব এবং বিভিন্ন কাজ কর্মের মাধ্যমে নিজেদের জীবনকে একটা উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করব। আর এভাবে যদি আমরা সব সময় ভালো পথে চলতে পারি এবং কঠোর পরিশ্রম করতে পারি তাহলে কিন্তু খারাপ জিনিস আমাদেরকে কখনো আকৃষ্ট করতে পারবে না। আসলে ভালো পথে এগিয়ে যেতে গেলে একটু বেশি কষ্ট করতে হয়। আর এই কষ্টটা যদি আমরা একবার সহ্য করতে পারি তাহলে আমরা জীবনে জয়ী লাভ করব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

@steem-articles, আপনার "খারাপ জিনিস লোভনীয় হয়" শীর্ষক লেখাটি খুবই প্রাসঙ্গিক এবং চিন্তাশীল! দৈনন্দিন জীবনে আমরা প্রায়শই খারাপ বা ক্ষতিকর জিনিসের প্রতি আকৃষ্ট হই, আর এই বিষয়ে আপনার আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিশুদের খারাপ সংস্পর্শ থেকে বাঁচানোর বিষয়ে আপনার উদ্বেগের সাথে আমি একমত। লোভের কুফল এবং ভালো পথে চলার কষ্টের কথাগুলো খুব সুন্দরভাবে আপনি বুঝিয়েছেন।

আপনার লেখার ভাষা সহজবোধ্য এবং আন্তরিক। সেই সাথে ছবিগুলো পোস্টটিকে আরও আকর্ষণীয় করেছে। এই ধরনের জীবনমুখী লেখা আমাদের "আমার বাংলা ব্লগ" পরিবারের জন্য খুবই মূল্যবান। আপনার আরও নতুন লেখার জন্য অপেক্ষা করছি। চালিয়ে যান! 👍