মানুষ চিনতে এখনো বাকি আছে।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মানুষ চিনতে এখনো বাকি সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে আমরা প্রতিনিয়ত যে মানুষদের সাথে ঘোরাফেরা করি সেই মানুষগুলোকে কি আমরা আসলেই চিনি। আমার তো মনে হয় যে আমরা এখনো এই পৃথিবীর মানুষ সম্পর্কে তেমন একটা বেশি ধ্যান ধারণা কখনো নিতে পারিনি। অর্থাৎ আমরা যে মানুষগুলোকে দেখতে পাই আসলে কি সেই মানুষগুলো একই রকম রয়েছে। আমরা সবাই জানি যে সময়ের সাথে সাথে মানুষ সবসময় পরিবর্তন হয়। অর্থাৎ মানুষের পরিবর্তন হতে হতে কেউ ভালোর দিকে চলে যায় আবার কেউ খারাপ দিকে চলে যায়। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে আমাদের এখনো মানুষ চিনতে অনেক বেশি বাকি রয়েছে। অর্থাৎ আমরা যত মানুষের সঙ্গে মেলামেশা করব আমাদের মনের মধ্যে নতুন বিভিন্ন ধরনের ধ্যান ধারণা হবে।
কেননা আমরা যদি মানুষের সঙ্গে মেলামেশা না করি তাহলে আমরা কিন্তু সঠিকভাবে কখনো মানুষকে চিনতে পারবো না। অর্থাৎ একটা মানুষের মধ্যে কি রয়েছে তা আমাদের জানতে হলে সর্বপ্রথম তাদের সাথে বিভিন্ন ধরনের সম্পর্কে আমাদের জড়িয়ে থাকতে হবে এবং প্রতিনিয়ত তাদের মাঝে ভালো সম্পর্ক রাখতে হবে। একটা মানুষের সাথে যখন আমাদের বহুদিনের সম্পর্ক থাকে তখন কিন্তু আমরা তাদের মনের কথাগুলো আস্তে আস্তে বুঝতে পারব এবং সেই মানুষটিকে আস্তে আস্তে আমরা সঠিকভাবে চিনতে পারব। যদিও এখন মানুষ মানুষকে সহজে চিনতে পারেনা। কেননা মানুষগুলো এখন অনেক বেশি স্বার্থপর হয়ে গেছে এবং তারা কখনো অন্যের কাছে তাদের মন খুলে কথা বলতে অনেক বেশি ভয় পেয়ে থাকে।
এর প্রধান কারণ হলো মানুষ এখন মানুষকে সব থেকে বেশি ভয় পায়। আর এই ভয় পাওয়ার প্রধান কারণগুলো হলো মানুষ এখন মানুষের ক্ষতি করতে কখনো দ্বিধাবোধ করে না। আর এভাবে যদি প্রতিনিয়ত মানুষ মানুষের ক্ষতি করে বেড়ায় তাহলে একটা মানুষ কখনো আরেকটা মানুষকে বিশ্বাস করতে পারে না এবং সে মানুষগুলোর থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করে। আসলে আমরা যদি মানুষকে আপন মনে না করতে পারি তাহলে সেই মানুষগুলো কখনো আমাদের কাছে মন খুলে কথা বলবে না এবং আমাদের সাথে মেলামেশার চেষ্টা করবে না। আসলে কাজের ক্ষেত্রে যখন আমরা প্রতিনিয়ত বাইরে বের হই তখন আমাদের বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয় এবং বিভিন্ন মানুষকে আমরা আস্তে আস্তে চিনে থাকি।
একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে কোন মানুষের সঙ্গে কোনো মানুষের কখনো মিল খুঁজে পাই না। কেননা এক একজন মানুষের মন মানসিকতা সবসময় একেক ধরনের হয়ে থাকে এবং আমরা যখন ভাল মানুষদের সঙ্গে মেলামেশা করবো তখন আমরা ভালো কোন কিছু চিন্তাভাবনা করব। এছাড়াও ভালো মানুষদের কাছ থেকে যেসব জিনিস আমরা শিখতে পারবো সেগুলো আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারব। আর আমরা যদি মানুষ চিনতে ভুল করি এবং খারাপ মানুষের পাল্লায় একবার পড়ে যায় তাহলে কিন্তু আমাদের জীবনটা সেখান থেকেই ধ্বংস হতে শুরু করবে। এজন্য আমরা সব সময় মানুষ চিনে তাদের সঙ্গে মেলামেশা করার চেষ্টা করব এবং তাদেরকে আপনজন করে বাকি জীবনটা তাদের সঙ্গে কাটিয়ে দেওয়ার চেষ্টা করব।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
Wow, @steem-articles, this is a thought-provoking post on a topic we can all relate to – understanding the people around us! I love how you explore the idea that we may not truly know the people we interact with daily and the importance of understanding their perspectives. Your point about how people change over time and the need to connect with them to truly understand them is so true. It's a reminder to be more observant and empathetic in our interactions.
The image you chose perfectly complements your words. It would be helpful for the reader if an English translation of your text were provided within the post for better understanding. Thank you for sparking this important conversation within the "আমার বাংলা ব্লগ" community. Readers, what are your experiences with truly understanding the people in your lives? Share your thoughts in the comments below!
মানুষ চেনাটা সত্যি অনেক কঠিন। আমরা আমাদের কাছের মানুষগুলো কেউ চিনতে পারিনা। আসলে কাছের মানুষগুলো কেউ আমরা অনেক সময় আপন করে নিলেও তারা আমাদেরকে আপন করে নিতে চায় না।