গান কভার || রাতেরও আকাশে নিশ্চুপ সাক্ষী, দূরের ঔ ধ্রুবতারা

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম



🎧বিনোদন পর্বে স্বাগতম🎧

আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভাল আছেন সবাই। পূর্ব দিনের মতো আজকেও বিনোদন নিয়ে উপস্থিত হলাম আমি আপনাদের সকলের সুপরিচিত এবং প্রিয় সুমন ভাই। আশা করি আমার কন্ঠে গান শুনতে আপনাদের অনেক ভালো লাগবে। তাই চলুন আর দেরি না করে মনের আনন্দে উপভোগ করি আমার এই ভালোলাগার গানটি। আজকে আমি আপনাদের মাঝে পরিবেশন করব এস আই টুটুলের গাওয়া জনপ্রিয় একটি গান। গানটির জনপ্রিয় কলি হচ্ছে ধ্রুবতারা। চলুন গানটা উপভোগ করি।

Picsart_24-02-13_18-36-17-452.jpg

Editing the picture with picsart

গানের লিরিক্স

প্রথম লাইন:
রাতেরও আকাশে নিশ্চুপ সাক্ষী দূরের ঔ ধ্রুবতারা

প্রধান শিল্পীঃ এস আই টুটুল

কন্ঠ:
নাজিদুল ইসলাম (সুমন)

গান

রাতের ও আকাশে নিশ্চুপ সাক্ষী
দুরের ঔ ধ্রুব তারা..
কতটা বেসেছি ভালো
শুধু মন জানে..
এ হৃিদয় জানে

ও...রাতের ও আকাশে নিশ্চুপ সাক্ষী
দুরের ঔ ধ্রুব তারা..
কতটা বেসেছি ভালো
শুধু মন জানে..
এ হৃিদয় জানে

জানি তুমি আর ফিরবে না
নিভে যাওয়া দ্বীপ জ্বালাবেনা আর
প্রতি নিশ্বাসে কষ্ট ধরে
বেচে থাকা দ্বায় তোমাকে ছাড়া

দুরের ঔ ধ্রুবতারা..
কতটা বেশেছি ভালো
শুধু মন জানে
এ হৃিদয় জানে

এ জিবনে তুমি আমার হবেনা
নিয়তি কি তবে এভাবে লেখা
কেনো এ জিবন ছন্নছাড়া
সাক্ষী তো তুমি প্রিয়ো ধ্রুব তারা
দুরের ঔ ধ্রুব তারা..
কতটা বেশেছি ভালো
শুধু মন জানে
এ হৃিদয় জানে

ও..রাতের ও আকাশে নিশ্চুপ সাক্ষী
দুরের ঔ ধ্রুব তারা..
কতটা বেশেছি ভালো
শুধু মন জানে..
এ মন জানে

গানের লিঙ্কঃ সোর্স


আমরা সকলেই কম বেশি বিনোদন প্রিয় মানুষ। বিনোদন আমাদেরকে নতুন করে বাঁচতে শেখায়। মন মানসিকতা ভালো রাখে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি যেন আমাদের মনের অন্য রকম এক খোরাক বিনোদন। আর তাইতো আমরা ভালো লাগার মত গানগুলো মাঝেমধ্যে মনের অজান্তে মুখ থেকে প্রকাশ করে থাকে যখন তখন যেকোন স্থানে। তবে আমরা যারা সঙ্গীত প্রিয় মানুষ রয়েছে শুধু গান শোনায় নয়, মাঝেমধ্যে নিজের কন্ঠে অন্যদের মাঝে শোনাতেও ভালোবাসি। আর ঠিক তেমনি ভাবে আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম নিজ কন্ঠে এস আই টুটুলের সুন্দর একটি গান নিয়ে। ২০১১ সাল থেকে আমি এই গানটা মোবাইল ফোনে শুনে আসছি এবং মাঝেমধ্যে এখানে সেখানে গাওয়ার চেষ্টা করেছি। আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার একদম হুবু হুবু মনে পড়ে আমার একটা ছোট্ট বাটনওয়ালা মোবাইল ছিল,সেই মোবাইলটাতে দুইটা মেমোরি বক্স ছিল। মোবাইলটা আমার নানী কিনে দিয়েছিল। প্রথমত সেই মোবাইলে আমি এই গানটা শুনেছিলাম। এরপর থেকে গানটা আমার বেশ প্রিয় হয়ে গেছিল। আশা করব আমার কণ্ঠে আপনাদের গানটা শুনতে বেশ ভালো লেগেছে। তবে ভালো লাগার মত গানগুলো আপনাদের মাঝে পর্যায়ক্রমে তুলে ধরার চেষ্টা করব ততক্ষণ সাথেই থাকুন।


পোস্টের বিবরণ
গুরুত্বপূর্ণতথ্য
পোস্টগান কভার
ভিডিও ডিভাইসমোবাইল ফোন
ক্যামেরাInfinix Hot 11s-50mp
Editing appsInShot & picsart
লোকেশনগাংনী-মেহেরপুর


গানটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় উপস্থিত হব ভাললাগার কোন গান নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 last year 

আপনার গানটা শুনতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এত সুন্দর একটা গান কভার করেছেন দেখে আমার কাছে ভালো লেগেছে। ভাই আপনার গান কিন্তু সত্যি অনেক সুন্দর হয়। আপনি আজকে যে গানটার কভার করেছেন, এটা শুনতে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কাছে গান শুনতে অনেক বেশি ভালো লাগে, তাই তো আমি গান শোনার চেষ্টা করি। এই গানটা আমার কাছে সত্যি অসম্ভব ভালো লেগেছে শুনতে।

 last year 

আশা করব আপনি আমার গানগুলো শুনবেন

 last year 

রাতেরও আকাশে নিশ্চুপ সাক্ষী, দূরের ঔ ধ্রুবতারা। এই গানটি এক সময় অনেক বেশি শোনা হতো। এস আই টিটুল এর গান গুলো অনেক ভালো লাগে। যদিও গানটি আপনার কন্ঠে অনেক দিন পরে শুনে ভীষণ ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 last year 

আপনার ভালো লেগেছে জেনে অনেক অনেক খুশি হলাম

 last year 

খুবই সুন্দর একটা গান কভার করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। অনেকদিন থেকেই প্রতিনিয়ত আপনার কন্ঠে গান শুনতে পারছি বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। এস আই টুটুল এর গাওয়া গানটি ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লাগে।

 last year 

চেষ্টা করব সব সময় গান কভার করতে

 last year 

অনেক সুন্দর একটি গানের কভার তুমি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এই গানটি আমার অত্যন্ত পছন্দের একটি গান। এখনো মাঝেমধ্যে নির্জন রাতে একলা বসে এই গানটি আমি আমার মোবাইল ফোনে শুনে থাকি। অত্যন্ত সুন্দরভাবে এবং মিষ্টি কন্ঠে আমার পছন্দের একটি গানের কভার আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

গানটা বেশ ভালো তাই রাতের শুনতেও ভালো লাগে

 last year 

আপনি এত সুন্দর একটা গানের কভার করেছেন যে, আমি আমার কাছে পুরো গানটা শুনতে অসম্ভব ভালো লেগেছে। মাঝে মাঝে আমি গান শুনে থাকি যেগুলো খুব ভালো লাগে। টুটুলের গান অনেক সুন্দর হয়। টুটুলের গান গুলো আমি খুবই পছন্দ করি শুনতে। টুটুলের গাওয়া এই গানটা অনেক আগে শোনা হয়েছিল। তবে আপনি খালি গলায় পুরো গানের কভার করেছেন দেখে অসম্ভব ভালো লাগলো।

 last year 

ভালো লেগেছে জেনে খুশি হলাম

 last year 

এস আই টুটুলের গান বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। কারন সে আমাদের দেশে একজন ভালো মানের শিল্পী। এস আই টুটুলের গান আপনার কন্ঠ শুনতে বেশ ভালই লাগলো। ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি গান গেয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

হ্যাঁ এস আই টুটুল ভালো পর্যায়ের শিল্পী

 last year 

নায়ক সাকিব খানের সময় তার ছবিতে এস আই টুটুল অনেক গান করেছেন।

Posted using SteemPro Mobile

 last year 

আজকে দারুন একটি গান কভার করেছেন। এই গানটি অনেকদিন হলো শোনা হয় না। আপনি অনেক সুন্দর করে গেয়েছেন। মিউজিক ব্যতীত আপনার কন্ঠে খুবই ভালো লাগলো। এরকম আরো সুন্দর সুন্দর গান আপনার কন্ঠ শুনতে চাই। আমাদের সাথে আপনার প্রিয় গান তুলে ধরার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

মিউজিক সিস্টেম আমার জানা নাই চেষ্টা করব আরও সুন্দর পর্যায়ে আনতে

 last year 

মামা আপনি আজকে আমাদের মাঝে আপনার নিজ কন্ঠে অসাধারণ একটি গান কভার শেয়ার করেছেন। এস আই টুটুল এর গান আপনার কন্ঠে গানগুলো শুনতে আমার কাছে বেশ ভালই লাগে। আশা করি এখন থেকে প্রত্যেক সপ্তাহে আপনার মিষ্টি কন্ঠে একটি করে গান শুনতে পারব আমরা। ধন্যবাদ মামা এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

অবশ্যই চেষ্টা করব মামা

 last year 

ভাই, এসআই টুটুলের খুব জনপ্রিয় একটি গান আপনার কন্ঠে শুনতে পেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। সত্যিই ভাই আপনি কিন্তু গানটি দারুন গাইলেন, শুনে একদম মুগ্ধ হয়ে গেলাম। যাইহোক ভাই, খুব জনপ্রিয় একটি গান গেয়ে শোনানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

চেষ্টা করব এমন সুন্দর গান আপনাদের মাঝে তুলে ধরতে