আপনার এই কবিতা আমার সত্যি মনে ধরেছে। খুব সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। এজাতীয় কবিতাগুলো মানুষকে আরো সজাগ করে থাকে দুনিয়াদারি প্রতি। আপনাদের কবিতা গুলো আমার কাছে যেন অনুপ্রেরণা স্বরূপ। মনের মধ্যে নতুন নতুন চিন্তাধারা আসতে শেখায় এবং বিভিন্ন বিষয়ের কবিতা লিখতে উৎসাহ জাগায়।