চোখের সমস্যা বড় সমস্যা। তাই এ সমস্যার সমাধানের জন্য ডাক্তারের পরামর্শ সব সময় নিয়ে রাখতে হবে এবং সে মোতাবিক চলতে হবে। ডান চোখের অবস্থাটা বেশি খারাপ তাই অবশ্যই চশমা ব্যবহার করতে হবে এবং নিয়ম মেনে চলবেন। তবে চোখের জন্য আমি খেয়াল করে দেখেছি কুষ্টিয়ার রোটারি ক্লাব সবচেয়ে ভালো। জানিনা আপনাদের ওখানকার ডাক্তার কেমন তারপরে ও যাই হোক চোখের ডাক্তার ঠিকভাবে দেখানোর চেষ্টা রাখেন।