অবশেষে ছোট মেয়ে পাখি পেয়ে দারুন খুশি
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।
বাংলাদেশে বেশ ভালই সময় কাটছে আমাদের। এখন শ্বশুরবাড়িতে রয়েছি। আজ দিয়ে মোট চার দিন পার হয়ে গেল। মোটামুটি সকলের সাথে বেশ আনন্দঘন পরিবেশে আমরা রয়েছি। কিন্তু প্রবলেম হচ্ছে প্রচন্ড গরম, কখনো কখনো কারেন্ট চলে যাচ্ছে, আর মশার উপদ্রবও রয়েছে।এখনো ঘোরাঘুরির জন্য বের হয়নি, তবে একটু শপিং এ গিয়েছিলাম কিছু টুকটাক কেনাকাটার জন্য।এরপর যাব বাবার বাড়ি, আর তিন চারদিন পরেই চলে যাব সেখানে।এরপর সেখান থেকে একে একে সব জায়গায় শেষ করে আবার সিলেটে ফিরে আসব।যাইহোক এখন চলে যাচ্ছি মূল পর্বে।আপনারা অনেকেই হয়তো জানেন কয়েক মাস আগে আমি একটি পোস্ট করেছিলাম যে ছোট মেয়ে বায়না ধরেছে তার একটি পাখি লাগবে। অস্থির হয়ে গিয়েছিল পাখি কেনার জন্য।এরপর তাকে সান্ত্বনা দিয়েছিলাম তাকে কিনে দিব।এরপর থেকেই সে দিন গননা করছিল কবে সে তার কাঙ্খিত পাখিটি হাতে পাবে।এরপর তার বাবা বলেছিল বাংলাদেশে গেলে তাকে পাখি কিনে দিবে।আজ হাজবেন্ড যখন বাইরে বের হয়েছিল তখন আসার সময় হাতে করে নিয়ে এসেছিল পাখির খাঁচা সহ মোট তিন জোড়া পাখি।সেগুলো নাম জানিনা তবে কেউ বলল এগুলো নাকি বাজিগর পাখি।
মেয়েকে না জানিয়ে বিশাল একটি সারপ্রাইজ দিয়েছে তার বাবা।এতে সে মহা খুশি। জিজ্ঞাসা করছে ওদের নাম কি? ওদের নাম দিতে হবে, এগুলো সাথে করে লন্ডনে নিয়ে যাবে। নানান ধরনের চিন্তা ভাবনা তার পাখিগুলোকে নিয়ে।পাখিগুলোকে নিয়ে সাগরে যাবে, তার ঘাড়ের উপর পাখি দাড়িয়ে থাকবে, আরও কত কি! পাখিগুলোর খাবারও নিয়ে আসা হয়েছে।প্রায় তিন মাসের মত চলবে এই খাবারগুলো।কিন্তু এই পাখিগুলো তো আর লন্ডন এ নেওয়া সম্ভব হবে না। যে কয়দিন এখানে থাকবে সে কয়দিন মেয়ে ইনজয় করবে।তবে তাদের সাথে একটি চুক্তি রয়েছে যে বাড়ির লোকজন যদি চায় তাহলে আবার পাখিগুলোকে ফেরত দিয়ে আসতে পারবে।অনেক ছোট কিউট কিউট পাখিগুলো দেখতে বেশ ভালো লাগছে।যদিও আমি পাখি পোষা পছন্দ করি না, পাখিগুলোকে খাঁচায় রাখতে খুবই কষ্ট হয়। তারপরও মেয়ের খুশির দিকে তাকিয়ে তার বাবা পাখিগুলোকে এনে দিয়েছে।যাইহোক মেয়ে খুব এনজয় করছে, বারবার পাখিগুলোকে গিয়ে দেখে আসছে।আসলে বাচ্চাদের আনন্দ দেখে বাবা-মায়েরও অনেক আনন্দ হয়।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[

@tangera, আসসালামুআলাইকুম!
What a heartwarming story and adorable photos! It's wonderful to see you enjoying your time in Bangladesh with family. The surprise of the বাজীগর পাখি (Budgerigar) for your daughter is absolutely precious. Her excitement is so contagious, and your photos capture that joy perfectly. It's so relatable how children dream of these little companions.
Even though you're not a huge fan of keeping birds, it's beautiful how you're prioritizing your daughter's happiness. I hope she enjoys every moment with her new feathered friends during your stay! Thanks for sharing this lovely family moment with us. What names did your daughter decide on for the birds?
কারেন্ট যাওয়া আসা মশার উপদ্রব এগুলোতো আমাদের দেশে নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে আপু। লোডশেডিং এর কথা কি আর বলবো। যাই হোক আপনার মেয়ে তাহলে পাখিগুলোকে পেয়ে ভীষণ খুশি হয়েছিল। আর হ্যাঁ এই পাখিগুলোর নাম আসলেই বাজিগর পাখি।