কক্সবাজার ভ্রমণ || পর্ব: ১

in আমার বাংলা ব্লগ2 days ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

IMG_9179.jpeg

আপনারা অনেকেই হয়তো জানেন আমরা ভাই-বোন সহ সকলেই গিয়েছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতে, সাথে রয়েছে আমার মা ও।পরিবারের সকলে মিলে কোথাও গেলে যে আনন্দ হয় তা বলে বোঝাতে পারবো না।আর জায়গাগুলো যদি কক্সবাজারের মত হয় তাহলে তো কথাই নেই।হ্যাঁ বন্ধুরা সকলে মিলে বেশ উপভোগ করেছিলাম।যদিও বাংলাদেশের সমুদ্র সৈকতগুলোতে তেমন বেশি যাওয়া হয়নি কিন্তু তারপরেও কক্সবাজার সমুদ্র সৈকতে এবার দিয়ে মোট ২ বার যাওয়া হলো।এর আগে ৭-৮ বছর আগে যখন বাংলাদেশে এসেছিলাম তখন একবার গিয়েছিলাম আমরা এবং আমার ভাসুরদের ফ্যামিলি সহ।বাংলাদেশে আমার বড় দুই ভাসুর থাকেন তাদের ফ্যামিলি নিয়ে। আর লন্ডনে থাকেন আরও দুই ভাসুর।তাদের সাথেও যখন কক্সবাজারে গিয়েছিলাম তখনও খুব এনজয় করেছিলাম।কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও আমি বিয়ের আগে পতেঙ্গা সমুদ্র সৈকতেও একবার গিয়েছিলাম, এছাড়া কলেজ থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতেও গিয়েছিলাম একবার।যাইহোক যতবারই সমুদ্র সৈকতে যাই না কেন প্রতিবারই নতুন করে যেন আবিষ্কৃত হয় সমুদ্র, এত আনন্দ লাগে তা বলে বোঝাতে পারবো না।

IMG_9169.jpeg

IMG_9174.jpeg

IMG_9178.jpeg

খুবই চমৎকার কক্সবাজার রেলস্টেশন।ঢাকা রেল স্টেশন সেই তুলনায় কিছুই নয়।অথচ ঢাকার স্ট্রেশন আরো উন্নতমানের হওয়া উচিত ছিল।যাইহোক স্টেশন থেকে বের হয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম, যাত্রা শুরু হল হোটেলের উদ্দেশ্যে।হোটেলে মোট চার পাঁচটি রুম বুকিং দিয়েছিলাম, রুমগুলো খুবই চমৎকার ছিল।যেহেতু সকাল আটটায় আমরা কক্সবাজার পৌঁছে গিয়েছিলাম এ কারণে হোটেলে লাগেজ গুলো রেখেই চলে গিয়েছিলাম অন্য একটি হোটেলে নাস্তা করতে।আর আমাদের হোটেলটি সমুদ্র সৈকত থেকে খুব বেশি দূরে ছিলনা, হেঁটে গেলে মাত্র তিন চার মিনিট সময় লেগেছে।

IMG_9182.jpeg

হোটেলে যাওয়ার পথে, খুব বেশি বৃষ্টি হচ্ছিল।

IMG_9185.jpeg

নাস্তা করার জন্য এই হোটেলে ঢুকেছিলাম।

নাস্তা শেষ করেই সকলে রওনা হলাম সমুদ্র সৈকতের পানে।যেহেতু বীচে নামার জন্য এক্সট্রা কোন স্যান্ডেল নিয়ে যায়নি তাই সমুদ্রের পাশে স্যান্ডেলের শপ থেকে সবার জন্য ১ জোড়া করে সেন্ডেল কিনে নিলাম।এরপর সেই কাঙ্খিত মুহূর্ত সমুদ্র দেখা। হ্যাঁ বন্ধুরা সমুদ্রে অনেকগুলো ফটোগ্রাফি আমরা করেছি।আশপাশে আরো কিছু জায়গায় ঘুরেছি। সেগুলো পর্বের মাধ্যমে একটি একটি করে আপনাদের সাথে শেয়ার করব।আজ তাহলে এতটুকু।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Wow, @tangera, what a fantastic glimpse into your Cox's Bazar adventure! The photos are absolutely stunning, capturing the vibrant atmosphere of the beach and the joy of your family trip. It's wonderful to read about your experiences and how much you enjoyed revisiting the sea. Your descriptions of the train station and the anticipation of reaching the beach are so vivid; it feels like we're right there with you. I'm particularly excited to hear you'll be sharing more about your trip in future posts. I am looking forward to them. Keep up the amazing work!

 yesterday 

পরিবারের সকলে মিলে ঘুরতে যাওয়ার আনন্দই অন্য রকম। বেশ মজা হয় সবাই এক সাথে বেড়াতে গেলে। আর যারা সমুদ্র ভালোবাসেন তাদের জন্য সমুদ্রে পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার আরও বেশি হয়। পরবর্তি পর্বের অপেক্ষায় রইলাম।

 11 hours ago 

কক্সবাজার সমুদ্র সৈকত এতটাই সুন্দর যে,বারবার যেতে ইচ্ছে করে। আমি তো বেশ কয়েকবার কক্সবাজার গিয়েছি। সময় পেলেই কক্সবাজারে ছুটে চলে যাই। যাইহোক সবাই মিলে কক্সবাজার গিয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন আপু। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।