আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট ২৫-০৫-২০২৫
আসসালামুআলাইকুম ,
সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাংলা ব্লগ এর সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট নিয়ে।
আমাদের কমিউনিটিতে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা সদা সচেতন । তারপরেও, অনেক বেশি একটিভ ইউজার এবং ভোটিং পাওয়ার এর সীমাবদ্ধতার কারণে সবাইকে সাপোর্ট দেয়া সম্ভবপর হয়ে ওঠে না আমাদের পক্ষে । তারপরেও, কিছু ভালো ইউজার টানা কয়েকদিন ধরে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করেও ন্যূনতম কোনো সাপোর্ট পান না । এটা আমাদের নজরে এসেছে । আমরা অ্যাডমিন প্যানেল থেকে এই ব্যাপারে প্রখর নজরদারিতে রেখে প্রতি সপ্তাহে একটিভ ও সুপার একটিভ লিস্ট থেকে এমন কয়েক জন ইউজারকে চিহ্নিত করে যাচ্ছি যাঁরা পর পর টানা কয়েকদিন ধরে কোয়ালিটি পোস্ট করেও কোনো সাপোর্ট পাচ্ছেন না। এ্যাক্টিভ লিস্ট থেকে যারা দুটির কম ভোট পেয়েছেন এবং সুপার এ্যাক্টিভ লিস্ট থেকেও যারা সপ্তাহে একটির বেশি ভোট পাননি তাদেরকেও এই লিস্টে যোগ করা হয় । তাছাড়া বিশেষ কিছু ইউজারদের এ তালিকার অন্তর্ভুক্ত করা হবে যাঁদের এনগেজমেন্ট হয়তো বেশ কিছুটা কম কিন্তু কন্টিনিউয়াসলি ভালো কনটেন্ট পাবলিশ করে থাকেন, তাদেরকে shy-fox থেকে সাপোর্ট দেয়া হয়।
এ সপ্তাহে অ্যাক্টিভ ও সুপার অ্যাক্টিভ লিষ্ট থেকে কোন ইউজার পাওয়া যায়নি।সকলেই, amarbanglablog, abb-school, shy-fox, hungry-griffin থেকে মোট দুটি, তিনটি এমনকি অনেকেই ৪টি করে সাপোর্ট পেয়েছেন।তবে এ সপ্তাহে দাদার বিবেচনায় একজন ইউজারকে এই লিস্টে আনা হয়েছে।এ সপ্তাহে সুবিধা বঞ্চিত ইউজার হচ্ছেন @ronggin, যেহেতু তিনি এ সপ্তাহে সুপার অ্যাক্টিভ লিষ্টে নেই তাই তিনি আগামী সপ্তাহে ১টি সাপোর্ট পাবেন।
সময়কাল : ১৯ মে ২০২৫ থেকে ২৫ মে ২০২৫
সুবিধাবঞ্চিত কোয়ালিটি ইউজার সংখ্যা : ০১
সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারদের সাপোর্ট দেওয়ার সময়সীমা : ২৬ মে ২০২৫ থেকে ১ জুন ২০২৫
লাস্ট উইকের সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারের রিপোর্টঃ
ক্রমিক সংখ্যা | ব্লগার প্রোফাইল | সাপোর্ট |
---|---|---|
০১ | https://steemit.com/@ronggin/posts | shy-fox |
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR

Posted using SteemPro Mobile
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR

এই সপ্তাহে একজন ইউজার পাওয়া যায়নি যে সুবিধা বঞ্চিত হয়েছে। এক্সট্রা ভাবে সাপোর্ট দেওয়ার জন্য একজনকে সুযোগ করে দেয়া হয়েছে। এটা অনেক বড় পাওয়া এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক।
দাদার বিবেচনায় রঙিন ভাইয়াকে সাপোর্টের আন্ডারে আনা হয়েছে জেনে ভালো লাগলো আপু। আপনার অক্লান্ত পরিশ্রমের ফলে সবাই নিজেদের প্রাপ্য সাপোর্ট পাচ্ছে। সাপোর্টের বিষয়ে প্রতিনিয়ত খেয়াল রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
দাদার বিবেচনায় একজন ইউজারকে সাপোর্টের আওতায় আনা হয়েছে, এটা জেনে ভীষণ ভালো লাগলো। তাছাড়া গত সপ্তাহে সবাই দেখছি মোটামুটি ভালোই সাপোর্ট পেয়েছে। যাইহোক এই রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।