আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট ১০-০৮-২০২৫
আসসালামুআলাইকুম ,
সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাংলা ব্লগ এর সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট নিয়ে।
আমাদের কমিউনিটিতে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা সদা সচেতন । তারপরেও, অনেক বেশি একটিভ ইউজার এবং ভোটিং পাওয়ার এর সীমাবদ্ধতার কারণে সবাইকে সাপোর্ট দেয়া সম্ভবপর হয়ে ওঠে না আমাদের পক্ষে । তারপরেও, কিছু ভালো ইউজার টানা কয়েকদিন ধরে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করেও ন্যূনতম কোনো সাপোর্ট পান না । এটা আমাদের নজরে এসেছে । আমরা অ্যাডমিন প্যানেল থেকে এই ব্যাপারে প্রখর নজরদারিতে রেখে প্রতি সপ্তাহে একটিভ ও সুপার একটিভ লিস্ট থেকে এমন কয়েক জন ইউজারকে চিহ্নিত করে যাচ্ছি যাঁরা পর পর টানা কয়েকদিন ধরে কোয়ালিটি পোস্ট করেও কোনো সাপোর্ট পাচ্ছেন না। এ্যাক্টিভ লিস্ট থেকে যারা দুটির কম ভোট পেয়েছেন এবং সুপার এ্যাক্টিভ লিস্ট থেকেও যারা সপ্তাহে একটির বেশি ভোট পাননি তাদেরকেও এই লিস্টে যোগ করা হয় । তাছাড়া বিশেষ কিছু ইউজারদের এ তালিকার অন্তর্ভুক্ত করা হবে যাঁদের এনগেজমেন্ট হয়তো বেশ কিছুটা কম কিন্তু কন্টিনিউয়াসলি ভালো কনটেন্ট পাবলিশ করে থাকেন, তাদেরকে shy-fox থেকে সাপোর্ট দেয়া হয়।
এ সপ্তাহে অ্যাক্টিভ ও সুপার অ্যাক্টিভ লিষ্ট থেকে লিষ্ট থেকে কোন ইউজার পাওয়া যায়নি, সকলেই কম বেশি বেশ ভালোই সাপোর্ট পেয়েছেন। সকলেই amarbanglablog, abb-school, shy-fox, hungry-griffin থেকে মোট দুটি, তিনটি, এমনকি অনেকেই ৪ টি বা ৫ টি করেও সাপোর্ট পেয়েছেন।এ সপ্তাহে কোন ইউজারকেই সুবিধাবঞ্চিত ইউজারের লিস্টে আনা হচ্ছেনা।
সময়কাল : ০৪ আগস্ট ২০২৫ থেকে ১০ আগস্ট ২০২৫
সুবিধাবঞ্চিত কোয়ালিটি ইউজার সংখ্যা : ০০
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR

Posted using SteemPro Mobile
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR

Wow, @tangera, this weekly report for "Amar Bangla Blog" is fantastic! It's so important to see the community's commitment to supporting quality content creators. The "shy-fox" initiative to recognize those consistently putting out great work, even with less engagement, is truly commendable. It's wonderful to hear that this week, everyone is receiving good support – a testament to the health and activity of the community. Thanks for keeping us updated on these vital support efforts; it encourages more users to continue creating and engaging within the Bangla Steemit sphere! Keep up the great work!
গত সপ্তাহে তাহলে প্রত্যেক ইউজারই মোটামুটি ভালই সাপোর্ট পেয়েছে। যার ফলে কেউ এবার সুবিধাবঞ্চিত ইউজারের তালিকায় নেই। যাইহোক সাপোর্ট বিহীন ইউজার লাস্ট উইকের রিপোর্টের পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্যে ধন্যবাদ।
এই সপ্তাহেও তো দেখছি সুবিধাবঞ্চিত ইউজার খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া সবাই বেশ ভালো পরিমাণে সাপোর্ট পাচ্ছে, এটা জেনে ভীষণ ভালো লাগলো। যাইহোক এই রিপোর্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।