গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য

in আমার বাংলা ব্লগ6 days ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

IMG_0221.jpeg

দুই তিন দিন ধরে শরীর খারাপ। সর্দি ও জ্বর এখনো কমেনি। বাচ্চা দুটি মোটামুটি ভালো হয়ে গিয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে এখন আবার হাজব্যান্ডের শরীরও দেখছি খারাপের দিকে, সর্দি সর্দি ভাব। আসলে এটি ভাইরাস জনিত তাই ঘরের একজন হলে সকলেরই হবে । কি আর করা অল্পের মধ্য দিয়ে যেন সকলেই ভালো হয়ে যাই এটাই একমাত্র কাম্য। যাইহোক এখন চলে যাচ্ছি আজকের পর্বের বিষয়বস্তু নিয়ে। আসলে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য সব সময়ই আমাকে টানে।খুবই ভালো লাগে সেখানে গেলে। আসলে আমরা যখন গ্রামে গিয়েছিলাম তখন অনেক বৃষ্টি ছিল এ কারণে ভালোভাবে উপভোগ করতে পারেনি। তারপরও চেষ্টা করেছি অনেক জায়গায় যেতে। আজকে যে ফটোগ্রাফি গুলো নিয়ে এসেছি তা সিলেটের। আমার শ্বশুরবাড়ি থেকে বেশ কিছুটা দূরে আমরা যখন গিয়েছিলাম তখন এই ফটোগ্রাফি গুলো নিয়েছিলাম।সকলে মিলে আমরা সেখানে গিয়েছিলাম, বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম সেখানে। আশা করছি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।চলুন উপভোগ করা যাক তাহলে আজকের ফটোগুলো।

IMG_0213.jpeg

IMG_0212.jpeg

IMG_0214.jpeg

উপরের ফটোগ্রাফি তিনটি দেখুন কত সুন্দর। একটি পুকুর, তার মাঝে অনেক কচুরিপানা রয়েছে এবং কিছু ফাঁকা জায়গা রয়েছে যেখানে সকলে গোসল ও নিত্যদিনের কাজকর্ম করছে। আশপাশে ফাঁকা যে সকল জায়গা গুলো দেখলাম তার বেশিরভাগ জায়গাই দেখলাম কচুরিপানাগুলো দখল করে রয়েছে।

IMG_0223.jpeg

IMG_0222.jpeg

এগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল।ছোটবেলায় কচুরিপানাগুলোতে যখন ফুল ফুটে থাকতো তখন কি যে চমৎকার লাগতো তা বলে বোঝাতে পারবো না। ফুলে ফুলে ভরে থাকতো পুকুরগুলো। কত বছর হয়ে গিয়েছে সেই দৃশ্যগুলো দেখা মেলেনি।

IMG_0215.jpeg

IMG_0219.jpeg

IMG_0216.jpeg

IMG_0220.jpeg

পুকুরের পাশ দিয়ে দেখলাম বেশ কিছু নারিকেল গাছ। সেগুলো পুকুরের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করেছে। বিকালবেলায় এমন পরিবেশে সকলে মিলে ঘুরতে বেশ ভালোই লাগে।

IMG_0225.jpeg

অবশেষে ধান ক্ষেতের দেখা মিললো।ধানের চারা লাগানো হয়েছে, ছোট ছোট দেখা যাচ্ছে।এগুলো যখন বড় হয় তখন দেখতে আরও বেশি সুন্দর লাগে। ছোটবেলায় ধানের সিজনে যখন গ্রামের বাড়িতে যেতাম তখন চাচাতো ভাই-বোনদের নিয়ে ছুটে যেতাম মাঠে, যেখানে দেখতাম মাঠের পর মাঠ জুড়ে রয়েছে ধানের ক্ষেত। আর যখন বাতাস বয়ে যেতে তখন যে কি যে সুন্দর লাগবে ধানগুলো তা বলে বোঝাতে পারবো না। সেই দিনগুলো খুবই মিস করি। যাইহোক বন্ধুরা আজকের ফটোগ্রাফির সাথে ছোটবেলায় অনেক স্মৃতি মনে পড়ে গেল যা আপনাদের সাথে শেয়ার করলাম।আশা করছি আপনাদের ভালো লেগেছে।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 5 days ago 

আপনার পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। জ্বর সর্দির ব্যাপারটাই হলো এরকম একজনের হলে একে একে পুরো পরিবারের হয়ে থাকে আশা করি খুব তাড়াতাড়ি সবাই সুস্থ হয়ে উঠবেন। আজকের পোস্টে গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ বিষয়ে চমৎকার কিছু ফটোগ্রাফি দেখলাম বেশ কিছু বর্ণনাও লিখেছেন সব মিলিয়ে আপনার আজকের পোস্টটি খুবই ভালো লাগলো আপু।

Wow, @tangera, these photos are absolutely stunning! The সিলেট countryside looks so peaceful and vibrant. I especially love the shots of the কচুরিপানা and the reflection in the water – they evoke such a strong sense of nostalgia and the beauty of rural Bangladesh.

It's wonderful how you've shared your personal connection to these landscapes and how they remind you of your childhood. I hope you and your family feel better soon! Thank you for bringing a little bit of গ্রাম বাংলার সৌন্দর্য to our feeds. Upvoted and resteemed!

 5 days ago 

গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গিয়েছে আপু। প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। আপনার পুরো পরিবারের জন্য অনেক অনেক দোয়া রইলো।