অনেকদিন পর শপিংয়ে, সাথে রয়েছে কিছু ফটোগ্রাফি
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।
অনেকদিন পর শপিং করা হলো। আসলে বাংলাদেশ থেকে আসার পর একবারও যায়নি শপিংয়ে।যা দরকার হয়েছে সব হাজব্যান্ড কিনে এনেছিল।কিন্তু কোন কোন সময় না গেলেই নয়, নিজের পছন্দমত অনেক কিছুই কেনা যায়।আসলে মেইন উদ্দেশ্য ছিল হাজব্যান্ডের মোবাইল কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছিল তাই আপগ্রেড করতে হবে।যেহেতু বাংলাদেশে যাওয়ার আগে আগে samsung s25 ultra নিয়েছিল তাই নতুন করে আর কোন ফোন নেয়নি।শুধু সিম কন্ট্রাক্ট আপগ্রেড করেছে।আনলিমিটেড কল, আনলিমিটেড মেসেজ এবং মোবাইল ডাটা ২০ জিবি, সর্বমোট মান্থলি দিতে হবে ১৮ পাউন্ড যা বাংলাদেশি টাকার তিন হাজার টাকার মতো।আগে মোবাইল সহ সর্বমোট দিতে হতো প্রায় ৪৫ পাউন্ডের মতো।যাইহোক একটুখানি মানি সেভ হলো এই আর কি।শপে যাওয়া খুবই দরকার ছিল, কারণ নির্দিষ্ট টাইম এর মধ্যে যেতে না পারলে আগের অ্যামাউন্টটি আবার দিতে হতো আরো দুই বছর। যেহেতু হাজব্যান্ড তার কাজের জন্য যাচ্ছিল তাই আমিও এই সুযোগটি কাজে লাগিয়ে ফেললাম।টুকটাক অনেক কিছুই কিনে ফেললাম।
রাস্তাঘাট দেখেই বুঝতে পারছেন কেমন অবস্থা ছিল সে দিন। আসলে খুবই বৃষ্টি পড়ছিল তখন।বৃষ্টির মধ্যেও আমাদের শপিং ক্যানসেল করিনি কারণ শপিং মলের মধ্যে যাচ্ছিলাম, বৃষ্টি হলেও আমাদের কোন প্রবলেম নেই।আর বৃষ্টির মধ্যে car এ আমার বেশ ভালই লাগে। যদিও শপিং মল আমাদের বাসা থেকে বেশি দূরে নয়, 15 থেকে 20 মিনিট সময় লাগে যেতে।
দেখুন পাতা পড়ে বিছিয়ে রয়েছে রাস্তায়।
ঢুকে গেলাম শপিং মলের মধ্যে।
প্রথমেই ঢুকে পড়লাম ফোনের স্টোরে।উপরের ফোনটি দেখুন, মান্থলি প্রাইস দেখে তো মাথা নষ্ট।
এরপর চলে গেলাম আমার প্রিয় কসমেটিক্স শপে।সেখান থেকে শ্যাম্পু, কন্ডিশনার, বডি ওয়াশ, টুথপেস্ট সহ আরো টুকটাক অনেক কিছু কিনে নিলাম।এখানকার প্রোডাক্ট গুলো একটু দামি হলেও কোয়ালিটি কিন্তু খুবই ভালো।এ কারণে সব সময় এই boots থেকেই কেনাকাটা করে থাকি।
এরপর চলে গেলাম আমাদের সেই বাঙালি শপে যেখানে গ্রোসারির যাবতীয় সকল কিছুই পাওয়া যায়।মাছ, মাংস সবজি থেকে শুরু করে ঘরের যাবতীয় দৈনন্দিন জিনিসপত্র এখানে পাওয়া যায়।এমনকি ফ্রোজেন মাছ মাংস সহ শাক-সবজি, পিঠা পর্যন্তও এখানে পাওয়া যায়।যাইহোক আমাদের মাছ, মাংস ও ভেজিটেবলসহ আরো বেশ কিছু আইটেম এখান থেকে কিনে নিলাম।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[
](https://steemitwallet.com/~witnesses

















ভাইয়ার কাজ আর আপনি ও কেনাকাটা করতে বের হলেন।পরিবেশ ছিল বৃষ্টি মুখর।ফটোগ্রাফি গুলো দেখে বুঝতে পারলাম ওয়েদার কতো ঠান্ডা। প্রয়োজনীয় কেনাকাটা সেরে নিলেন আর সাথে চমৎকার কিছু ফটোগ্রাফি ও।অনেক ভালো লাগলো আপু। ধন্যবাদ জানাই আপনাকে শেয়ার করে নেয়ার জন্য।
0.00 SBD,
0.53 STEEM,
0.53 SP
আসলে নিজের পছন্দ মতো কেনাকাটা করতে খুব ভালো লাগে। তাই আমি সবসময় চেষ্টা করি নিজে কেনাকাটা করতে। যাইহোক বেশ ভালোই কেনাকাটা করেছেন আপু। তাছাড়া ফটোগ্রাফি গুলোও দারুণ হয়েছে। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।