আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট ০৪-০৫-২০২৫
আসসালামুআলাইকুম ,
সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাংলা ব্লগ এর সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট নিয়ে।
আমাদের কমিউনিটিতে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা সদা সচেতন । তারপরেও, অনেক বেশি একটিভ ইউজার এবং ভোটিং পাওয়ার এর সীমাবদ্ধতার কারণে সবাইকে সাপোর্ট দেয়া সম্ভবপর হয়ে ওঠে না আমাদের পক্ষে । তারপরেও, কিছু ভালো ইউজার টানা কয়েকদিন ধরে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করেও ন্যূনতম কোনো সাপোর্ট পান না । এটা আমাদের নজরে এসেছে । আমরা অ্যাডমিন প্যানেল থেকে এই ব্যাপারে প্রখর নজরদারিতে রেখে প্রতি সপ্তাহে একটিভ ও সুপার একটিভ লিস্ট থেকে এমন কয়েক জন ইউজারকে চিহ্নিত করে যাচ্ছি যাঁরা পর পর টানা কয়েকদিন ধরে কোয়ালিটি পোস্ট করেও কোনো সাপোর্ট পাচ্ছেন না। এ্যাক্টিভ লিস্ট থেকে যারা দুটির কম ভোট পেয়েছেন এবং সুপার এ্যাক্টিভ লিস্ট থেকেও যারা সপ্তাহে একটির বেশি ভোট পাননি তাদেরকেও এই লিস্টে যোগ করা হয় । তাছাড়া বিশেষ কিছু ইউজারদের এ তালিকার অন্তর্ভুক্ত করা হবে যাঁদের এনগেজমেন্ট হয়তো বেশ কিছুটা কম কিন্তু কন্টিনিউয়াসলি ভালো কনটেন্ট পাবলিশ করে থাকেন, তাদেরকে shy-fox থেকে সাপোর্ট দেয়া হয়।
এ সপ্তাহে অ্যাক্টিভ ও সুপার অ্যাক্টিভ লিষ্ট থেকে কোন ইউজার পাওয়া যায়নি।যদিও সুপার অ্যাক্টিভ লিস্ট থেকে একজন ইউজার পাওয়া গিয়েছিল, কিন্তু তার pusssteem অ্যাকাউন্ট না থাকায় তাকে এই লিস্টে আনা হয়নি।সাপোর্ট পেতে হলে অবশ্যই সকলকে pusssteem অ্যাকাউন্ট খুলে সেখানে puss ডিপোজিট করতে হবে, তা না হলে সাপোর্ট পাওয়া সম্ভব নয়, যা বারবার কমিউনিটি থেকে বলা হচ্ছে।যাইহোক এ সপ্তাহে সকলেই কম বেশি বেশ ভালোই সাপোর্ট পেয়েছেন।সকলেই, amarbanglablog, abb-school, shy-fox, hungry-griffin থেকে মোট দুটি বা তার বেশি সাপোর্ট পেয়েছেন।এ সপ্তাহে সুবিধা বঞ্চিত ইউজারের তালিকায় কাউকেই আনা হয়নি।
সময়কাল : ২৮ এপ্রিল ২০২৫ থেকে ০৪ মে ২০২৫
সুবিধাবঞ্চিত কোয়ালিটি ইউজার সংখ্যা : ০০
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR

Posted using SteemPro Mobile
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR

Upvoted! Thank you for supporting witness @jswit.
কে জানি সেই দূর্ভাগা, PUSSTEEM এ একাউন্ট না থাকার কারনে সাপোর্ট থেকে বঞ্চিত হলো। সবাই তারাতারি পুশ ডিপোজিট করো। তা না হলে সাপোর্ট মিস যাবে।
PUSSTEEM একাউন্ট না থাকায় , সাপোর্ট পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও যে ইউজার সাপোর্ট পেলেন না তা খুবই দুঃক্ষজনক। আমাদের সকলেরই PUSSTEEM একাউন্ট খুলে নেওয়া খুবই জরুরী সাপোর্ট পাওয়ার জন্য।
আসলেই আমাদের কমিউনিটির সবার উচিত পুস স্টিম অ্যাকাউন্ট খুলে, পুস ডিপোজিট করা। নয়তোবা কাঙ্খিত সাপোর্ট থেকে বঞ্চিত হবে। যাইহোক রিপোর্টটি দেখে ভীষণ ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
অনেকদিন পর এই সপ্তাহে একজন ইউজার পাওয়া যায়নি যে কোন সাপোর্ট পাচ্ছে না । সবাই প্রতিনিয়ত সাপোর্ট পেয়েই চলেছে। সত্যিই এটা অনেক বড় পাওয়া । এই ধারাবাহিকত অব্যাহত থাকুক সেটাই কামনা করি।