চমৎকার যমুনা ফিউচার পার্কে কিছু কেনাকাটা, আর সাথে রয়েছে কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ6 days ago (edited)
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

IMG_9134.jpeg

দুইদিন ছোট বোন তানিয়ার বাসায় ছিলাম।ওর বাসা বসুন্ধরায়। বসুন্ধরা থেকে যমুনা ফিউচার পার্কের দূরত্ব খুবই কম, রিকশায় চলে যাওয়া যায়।যাওয়ার ইচ্ছা ছিল যমুনা ফিউচার পার্কে তাই সুযোগ পেয়ে গেলাম তানিয়ার বাসায় গিয়ে।কিন্তু প্রবলেম হল বড় মেয়ে অসুস্থ হয়ে পড়েছে সর্দি, জ্বরে আক্রান্ত।যেহেতু গতকাল বিকালে শরীর একটু ভালো ছিল তাই তার বাবার কাছে রেখে আমরা তিন বোন, আর আমার ছোট বোনের হাসব্যান্ড চলে গিয়েছিলাম শপিং করতে।বৃহৎ চমৎকার একটি শপিংমল এর আগে কখনো আমি আসিনি এখানে শপিং করতে। শুনেছি এটি নাকি দক্ষিণ এশিয়া সবচেয়ে বড় শপিং মল।আসলে শপিং মলটি দেখার মত। এত বিশাল এলাকা জুড়ে বিস্তৃত যে সব জায়গায় ঘুরে দেখা সম্ভব হয়নি আমাদের।এখানে যাওয়ার উদ্দেশ্য ছিল কিছু বেডশীট নেওয়ার জন্য।কারণ এখানে অনেক সুন্দর সুন্দর বেডশীট পাওয়া যায়। প্রতিবার যখন বাংলাদেশে আসি তখন বাংলাদেশ থেকে আমি বেডশীট গুলো কিনে নিয়ে যাই। কারণ এখানকার বেডশীটগুলো অনেক চিপে পাওয়া যায়, কিন্তু আমাদের ইংল্যান্ডে প্রচুর দাম থাকে বেডশীটগুলোর।

IMG_9133.jpeg

IMG_9132.jpeg

IMG_9135.jpeg

IMG_9131.jpeg

শুধু বেডশিট কেনার জন্যই যায়নি সেখানে। চেয়েছিলাম আমার কিছু ড্রেস ও বাচ্চাদের আরো কিছু ড্রেস কিনতে। কারণ বসুন্ধরা থেকে আমার জন্য মাত্র একটি ড্রেস কিনেছিলাম।কিন্তু এখানে ঘোরাফেরা করার পর একটি ড্রেসও পছন্দ হয়নি।তবে বাচ্চাদের জন্য বেশ কিছু ড্রেস কিনেছিলাম।আমি চেয়েছিলাম আমার জন্য সুতি নরমালের মধ্যে কিছু ড্রেস কিনতে। কিন্তু সেখানে পাওয়া যায়নি। আমার মেঝ বোন বলল তাদের এখানে লোকাল যে শপগুলো রয়েছে সেখানে পাওয়া যাবে সুন্দর সুন্দর সুতি ড্রেস।তাই এখান থেকে ড্রেস কেনার সিদ্ধান্ত বাদ দিয়ে দিলাম।মেয়েদের জন্য বেশ কিছু ড্রেস কিনে নিলাম। কিন্তু এখানে একটি পার্থক্য পেলাম বসুন্ধরা থেকে এখানকার ড্রেস গুলোর দাম তুলনামূলকভাবে একটু কম।বসুন্ধরা থেকে যেখানে একটি ড্রেস কিনেছি সাত হাজার টাকা আর এখানে দেখলাম তা রয়েছে ৬০০০ টাকা।

IMG_9125.jpeg

IMG_9127.jpeg

IMG_9126.jpeg

IMG_9129.jpeg

বাচ্চাদের ড্রেস কেনার পর কিনে নিলাম বেডশীটগুলো। আমার পছন্দ মত মোট সাতটি বেডশীট কিনেছি।তুলনামূলক ভাবে দাম গুলো একটু কমই ছিল, মোট ১২ হাজার টাকা লেগেছিল।এরপর চলে গেলাম বাচ্চাদের জন্য কিছু খেলনা কিনতে।তিন বোনের মোট পাঁচটি বাচ্চা বাসায় ছিল। বাচ্চাদেরকে বলে গিয়েছিলাম তাদের জন্য খেলনা কিনে আনবো।

IMG_9139.jpeg

IMG_9141.jpeg

অবশেষে কেনাকাটা শেষে রাত ৯ টায় বাসায় ফিরি। ফিরে এসে দেখি মেয়েটি বেশ অসুস্থ হয়ে পড়েছে।এখনও অসুস্থ রয়েছে। বারবার বমি করছে আর সাথে জ্বর ও রয়েছে।আজ সন্ধ্যায় ডক্টরের সাথে অ্যাপোয়েন্টমেন্ট বুক করেছি।দোয়া করবেন যেন বাচ্চাটা দ্রুত সুস্থ হয়ে যায়।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  

Wow, @tangera, what a fantastic glimpse into your shopping trip! যমুনা ফিউচার পার্ক looks absolutely massive; "South Asia's largest shopping mall" is quite the claim! The photos really give a sense of the scale. I especially love how you balanced the excitement of shopping with the realities of family life – that concern for your sick daughter is so relatable. It's interesting to hear about the price differences compared to বসুন্ধরা and England, definitely valuable information for anyone planning a shopping spree in Bangladesh. I hope your daughter feels better soon! Thanks for sharing your experience! What was your favorite purchase?

 3 days ago 

প্রথমেই আপনার মেয়ের সুস্থতা কামনা করছি। বসুন্ধরা সিটি শপিংমলের চেয়ে, যমুনা ফিউচার পার্কে জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে কিছুটা কম। যাইহোক যমুনা ফিউচার পার্কে গিয়ে বেশ ভালোই কেনাকাটা করেছেন দেখছি। তবে অনেক গুলো বেডশিট কিনেছেন। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।