স্বরচিত কবিতা: নির্জন বিকেলের গান।

in আমার বাংলা ব্লগ16 days ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু/ আদাব।

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ২৪ জুলাই ২০২৫ ইং: রোজ বৃহস্পতিবার ।
বাংলায় ০৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ।


হ্যালো বন্ধুরা.........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা পোস্ট শেয়ার করব। কবিতা লিখতে আমি অনেক পছন্দ করি। আশা করি আমার লেখা কবিতা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।

dance-5012264_1280.jpg

Source

নির্জন বিকেলের গান
লেখাঃ তানহা তানজিল তরসা

নির্জন এক বিকেল নামে,
আঁধার ছায়া ছুঁয়ে যায়,
মেঘের ভেজা চোখের খামে
নীরব কোন ব্যথা হায়।

পাতার ফাঁকে রোদের ঢেউ
ক্লান্ত স্বপ্ন জাগায় বুকে,
হারিয়ে যাওয়া দিনের ছবি
খেলে মনের নিঃশব্দ রুকে।

চুপটি করে হৃদয় বসে,
হাজার কথা জমে সেথায়,
কে বুঝে সেই নীরব ভাষা
যা শুধু দুঃখে কথা কয় থায়।

চায়ের কাপে ধোঁয়া ওঠে,
ভেসে আসে স্মৃতিরা,
হয়তো কোনো নাম ছিল
একদিন হৃদয় ছুঁয়ে যারা।

চাই না আলো, চাই না জ্যোৎস্না,
শুধু একটু ঠাণ্ডা হাওয়া,
সাথে কিছু নিঃশব্দ ছবি
আর কিছু মেঘের ছায়া।

জীবন যেন নদীর মতো,
বাঁকে বাঁকে গল্প গাঁথে,
ক্ষণিক সুখ আর দুঃখ মিশে
ভেসে চলে জোয়ার-পথে।

আর আমি কেবল এক পথিক,
কল্পনার ঢেউয়ে ভাসি,
হৃদয়ের পটে আঁকি কবিতা
যেখানে তুমি আছো আমি আছি।


পোস্টের ধরনস্বরচিত কবিতা পোস্ট
লেখাতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনকালীগঞ্জ



আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

20250619_101610.jpg

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 16 days ago 

আপনি আজকের এই কবিতার মধ্যে অনেক সুন্দর অনুভূতিকে প্রকাশ করেছেন, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। মনের অনুভূতি দিয়ে এরকম কবিতাগুলো লিখলে খুবই সুন্দর হয়, আর পড়তে অনেক ভালো লাগে। আমার কাছে আপনার কবিতার প্রতিটা লাইন খুব ভালো লেগেছে।

 16 days ago 

আমার লেখা কবিতা আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।