খুবই ভালো কাজ করেছেন নিজের জন্য আলাদা একটা রুম নিয়ে নিয়েছেন। রুম শেয়ার করা আমার কাছে খুবই বিরক্তিকর মনে হয় । তাছাড়া নিজের রুম হলে নিজের মতো গুছিয়ে রাখা যায়। আপনি খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রেখেছেন। সব সময় এমনভাবে গুছিয়ে রাখতে পারলে হয়। আর এই চেয়ারগুলো আমার বাসায় একটা আছে। আমার বাসারটা থাকাতে আরো অসুবিধা। ছোট ছেলে খুব সহজে এই চেয়ার যেকোনো জায়গায় নিয়ে গিয়ে উপরের জিনিসপত্র নামিয়ে নষ্ট করে। যাই হোক বাসা তো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছেন এখন একবার বাসায় দাওয়াত করেন সামনাসামনি গিয়ে দেখি কেমন হয়েছে।
দাওয়াত করা লাগবে না। এদিকে আসলেই চলে আসবেন বাসায়। 🥳