You are viewing a single comment's thread from:

RE: বাড়ি ফেরা

in আমার বাংলা ব্লগ3 years ago

খবরটা শুনে আসলেই ভালো লাগলো। কালকেই দোয়া করছিলাম যেন দশমীর আগে বাড়ি যেতে পারেন। ঠিকই তাই হল। আর অনেকদিন পর হসপিটাল থেকে বাড়ি ফেরার যে কি আনন্দ তা যারা যায় তারাই শুধু জানে। ক্যানুলার কথা আর বলেন না। আমার দুই বাচ্চা হওয়ার সময়ই আমি শেষের দিকে গিয়ে আর রাখতে পারিনি। খুলে ফেলেছি। পরে নরমাল ইনজেকশন দিয়ে বাকি ওষুধগুলো পুশ করেছি। দোয়া রইল যেন তাড়াতাড়ি মুখের স্বাদ ফেরত আসে এবং আমার খাবার দেখে লোভ লাগে।

Sort:  
 3 years ago 

মন থেকে ভালোবেসে কারো জন্য দোয়া করলে উপরওয়ালা নিশ্চয়ই সেটা পূরণ করেন। 🙏🙏। সত্যি বলছি আপু হাতে ক্যানুলা লাগানোর পর কয়েকবার মাথায় এসেছে একটা মা তাহলে আরো কত কষ্ট সহ্য করেন তার সন্তানের জন্য। মা এর তুলনা শুধু একজন মা ই হয়। অনেক ভালো থাকবেন আপু। আর এমন মিষ্টি দোয়া সব সময় যেন এই ভাইয়ের সাথে থাকে 🙏।