You are viewing a single comment's thread from:

RE: আমাদের সরকারি কর্মযজ্ঞ

in আমার বাংলা ব্লগ3 years ago

হাসবো না কাঁদবো বুঝতে পারছিনা। এটা তো দেখছি ঢাকার নিউ মার্কেট এর মত অবস্থা। ১৫০০ টাকা দাম চাওয়াতে আপনি ৫০০ টাকা থেকে শুরু করে ৮০০ টাকায় রাজি হয়েছে। সরকারি অফিসগুলো হলো ঘুষের আখড়াখানা। অবশ্য ঠিকই বলেছেন এর জন্য সাধারণ মানুষ ও দায়ী। কারণ তারা ঝামেলায় যেতে চায় না। টাকা দিয়েই সবকিছু মীমাংসা করতে চায়। এজন্যই এরা প্রশ্রয় পেরে আরো মাথায় উঠে। যাই হোক অবশেষে কাজ খুব সহজেই হয়ে গিয়েছে দেখে ভালো লাগলো।

Sort:  
 3 years ago 

আর বলেন না আপু, আমারও একই অবস্থা হয়েছিল। হাসব নাকি কাদব! তবুও বাধ্য হয়ে করে নিতে হয়েছে । তবু যে ঝামেলা ছাড়া কাজটা করে দিয়েছে এতেই খুশি । ভালো থাকবেন আপু।