You are viewing a single comment's thread from:
RE: রঙিন গ্লিটার দিয়ে ক্রিসমাস অর্নামেন্টস তৈরি
বাচ্চাদের নিয়ে এ ধরনের ডাইগুলো তৈরি করতে আসলেই খুব কষ্টকর। কারণ অনেক জিনিস নিয়ে একসঙ্গে বসতে হয়। তাছাড়া গ্লু গানের ব্যবহারটা একটু ঝামেলার লাগে আমার কাছেও। কিন্তু গ্লিটার আর্ট পেপারের জিনিস বানানোর পর যে সুন্দর লাগে দেখতে তখন সকল কষ্টটাই সার্থক হয়ে যায়। আপনার আজকের ক্রিসমাস অর্নামেন্টসটি খুব সুন্দর হয়েছে। কোথাও ঝুলিয়ে ছবি তুললে দেখতে আরো ভালো লাগতো। ধন্যবাদ আপু।
আমার ছেলে এই দিক দিয়ে একবার নিয়ে যায়,ঐ দিক দিয়ে একবার নিয়ে, যার জন্য খুব বিরক্ত লাগে। গ্লু গানটা কেমন জানি।যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য।