অনেকে আবার মেহেদী সন্ধ্যা এবং হলুদ সন্ধ্যা দুটোই করে। বিয়েতে আনন্দ করার জন্য সব নতুন নতুন নিয়ম বের করে আর কি। এটি অবশ্য খুব ভালো যে মেহেদী সন্ধ্যায় সবাই মেহেদি লাগায়। খুব মজা হয় অনুষ্ঠানে । যাইহোক আপনার মেহেদির ডিজাইনটি খুব সুন্দর হয়েছে সিম্পলের মধ্যে। হাতে পরলে খুব ভালো লাগবে দেখতে। ধন্যবাদ আপু আপনাকে।
ধন্যবাদ আপু।