You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: মার্ডার ইন দ্যা হিলস- কিডন্যাপ ( সিজন ১-চতুর্থ পর্ব )

in আমার বাংলা ব্লগ3 years ago

এই ওয়েব সিরিজটাও বেশ জটিল মনে হচ্ছে। যতই ভেতরের দিকে আগাচ্ছে ততই সবকিছু গোলমেলে হয়ে যাচ্ছে। অর্জুন যে পোস্টমর্টেম রিপোর্টটি খুঁজছিলো সেই রিপোর্টটি কাকতালীয়ভাবে ডিএসপির বাসায় পেয়ে গেল। ডিএসপি কি ইচ্ছা করেই অর্জুনের জন্য রিপোর্টটি রেখেছিল? তা না হলে অর্জুন যে রিপোর্টটি চুরি করেছে তা দেখেও সে কিছু বলল না কেন। তাছাড়া এই ববের কাহিনীটা বা কি? কেন অর্জুনের পিছু লেগেছে। দেখে তো মনে হচ্ছে ববই আসল খুনি। কিন্তু শেষে হয়তো দেখা যাবে যে খুনি অন্য কেউ বের হয়েছে। কারণ এত সহজে আসল খুনি বোঝা গেলে তো রহস্য সিরিজ আর রহস্য থাকবে না। তাছাড়া বব শেষে কেনই বা অর্জুনকে গুন্ডা দিয়ে কিডন্যাপ করালো। এমন এমন জায়গায় এসে কাহিনীগুলো শেষ হয় যে পরবর্তী পর্ব না দেখা পর্যন্ত ভালো লাগে না। যাইহোক দাদা বেশ ভালো লাগছে এই সিরিজটিও। ধন্যবাদ আপনাকে।