You are viewing a single comment's thread from:

RE: মুভ অন থেকে ল্যাপটপ নেওয়ার কিছু অভিজ্ঞতা

in আমার বাংলা ব্লগ3 years ago

সকাল সকালেই তো গোসল করতে চলে গেলেন কথা না বলে। তারপরওতো বের হতে হতে সেই দেরি করে ফেলেছেন। আপনি তো দেখছি বেশ অলস। যাইহোক তারপরও আলসেমি কাটিয়ে বন্ধুর বাবার জন্য ল্যাপটপ কিনতে পেরেছেন দেখে ভালো লাগলো । এরকম সেকেন্ড হ্যান্ড ল্যাপটপগুলো কি ভালো হয়? কোন আইডিয়া নেই। যাইহোক আশা করি ভালই হবে।

Sort:  
 3 years ago 

আমি সত্যিই অনেক অলস আপু। এটার জন্য অনেক বকা খাই। আর এমন ল্যাপটপ গুলো বেশ ভালো সার্ভিস দেয় আপু। অহরহ কিনছে সবাই। পাবলিক ভার্সিটিতে পড়ুয়ারা আরো বেশি কিনে । মোটামুটি অর্ধেক দামে ভালো প্রোডাক্ট হয়ে যায়। আমার অনেক বন্ধু ইউজ করছে এখনো।