আপনার মত একই অবস্থা আমারও। বুফের খাবার কেন যেন পছন্দ হয় না। অল্প খেতে পারি জন্যই হয়তো পছন্দ হয় না। একবার খাওয়ার পর পেট ভর্তি হয়ে যায় । তখন কি আর দ্বিতীয়বার খাওয়া যায়। তাছাড়া এদের টাইম বাধা থাকে মনে হয় যেন নিজের সঙ্গে যুদ্ধ করে খাওয়া। এই ব্যাপারটা মজা লেগেছে যে লোকজন খাওয়া দাওয়া করে হাঁটাহাঁটি করে পেট খালি করে আবারও খাচ্ছে । যাই হোক নতুন একটা এক্সপেরিমেন্ট হলো আপনাদের।
হিহিহিহি,, আমি তো আর কখনো যাব না, এটা নিশ্চিত। তবে খাদক লোকদের নিয়ে গেলে লাভ আছে। অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন সবসময়।