পর্তুলিকা ফুল গুলোকে আগে আমরা ঘাস ফুল নামেই চিনতাম। এখন এর নাম জানি। তাছাড়া দুই নম্বর ফুল টাকে আসলে কৃত্রিম ফুল মনে হচ্ছে। ৪ নাম্বার ফুলটাকে না বললে তো আমিও আপনার মত আলুর ডালাই মনে করতাম। সেরকমই লাগছে দেখতে। তাছাড়া সূর্যের ছবিটা আসলেই অসাধারণ হয়েছে। খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। ভালো লাগলো দেখে। ধন্যবাদ।
অনেক উৎসাহিত হলাম আপনার মন্তব্য থেকে। ধন্যবাদ আপু।