শীতকাল আসলেই এরকম বাহারি রকমের ফুল দেখা যায়। আপনার মত আমারও একই অবস্থা বেশিরভাগ ফুলেরই নাম জানিনা শুনলেও মনে থাকে না। তাছাড়া ঠিকই বলেছেন এত সুন্দর ফুল দেখলে মন যত খারাপই থাকুক না কেন ভালো হয়ে যায়। আলম ভাইয়ের সঙ্গে মনে হচ্ছে বেশ ভালো গল্প গুজব করে সময় কাটিয়েছেন। আবার দেখছি আপনাকে চায়ের দাওয়াত দিয়েছে। ভালো লাগলো দেখে।
আসলে মানুষের কাজ না থাকলে যা হয় আপু 😊। আর আমি তো একটু বক বক করি বেশি সেজন্যে ধুম করে গল্পে মেতে উঠেছিলাম দুজন। দোয়া করবেন আপু। অনেক ধন্যবাদ।