আত্মীয়-স্বজনের মধ্যে ভালো সম্পর্ক থাকলে এরকম কেয়ারিং আত্মীয় স্বজন পাওয়া যায়। আপনার ভাগ্য আসলেই ভালো যে এত কেয়ারিং আত্মীয়-স্বজন পেয়েছেন। তাছাড়া আপনার ফুপু ঠিকই বলেছেন জার্নি করার আগে ভারী খাবার না খাওয়াই ভালো। হালকা খাবার খেয়ে উনি ভালো কাজ করেছেন। এই ফাঁকে আপনি ঠিকই মজাদার মোরগ পোলাও খেয়ে নিয়েছেন দেখছি। ফুপুর কাজের উছিলায় বেশ ভালো খাওয়া দাওয়া করে নিলেন। ভালো লাগলো দেখে।
মেসের ডাল ভাত খেতে খেতে যখনই ভালো খাবারের সুযোগ আসে,ইদের আনন্দ লেগে যায় আমার😁।