ঠিকই বলেছেন আপু অনেকের কাছে রোজার মূল আকর্ষণ এই ইফতার। যদিও রোজা সংযমের মাস কিন্তু এই মাসেই মনে হয় খাওয়া-দাওয়া বেশি হয়। ছোলা ছাড়া ইফতারের কথা কল্পনাই করা যায় না। তাছাড়া বিভিন্ন ধরনের চপ এবং বেগুনিও থাকতে হয়। আপনার ইফতারের আয়োজন দেখে খুব ভালো লাগলো। নতুন জায়গায় নতুন স্থানে নিশ্চয়ই ভালই সময় কাটছে।
একদম ঠিক কথা বলেছেন আপু ছোলা ছাড়া ইফতার কল্পনা করা যায় না।ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করার জন্য ।