আমি তো প্রথমে ভেবেছিলাম যে গ্রাম থেকে যেহেতু লাউ এনেছে খুবই ভালো হবে। পরিচিত লোকজনের কাছ থেকে কোন কিছু কেনার এই এক সমস্যা পছন্দ না হলে জোর করে দিয়ে যায়। আপনার ক্ষেত্রেও তাই হয়েছে। যাই হোক আপনি তারপরও লাউটি ফেলে না দিয়ে বিচিগুলোকে কাজে লাগিয়ে খুবই সুস্বাদু বরা তৈরি করেছেন। দেখেই মনে হচ্ছে যে খেতে সুস্বাদু হয়েছিল।
গ্রাম থেকে আনা জিনিস গুলো সবসময়ই টাটকা হয়ে থাকে আপু তাই ওনাদের কাছ থেকে মাঝে মাঝে সবজি কিনি।কিন্তু লাউ একদম ভালো ছিলো না তারপরও কিনতে হয়েছিলো মৌখিকতার খাতিরে।বিচির অংশ ফেলে দিলে প্রায় তিনভাগের বেশি ফেলতে হচ্ছিলো এটা খুবই খারাপ লাগছিলো তাই বিচি গুলো দিয়ে বড়া বানিয়ে খেয়েছি। সত্যিই অনেক সুস্বাদু হয়েছিলো আপু।অনেক অনেক ধন্যবাদ আপু।