আগেকার দিনে সাদা কালো টিভি হলেও টিভি দেখায় যে আনন্দ ছিল এখনকার দিনের বড় বড় টিভিতে সে আনন্দ খুঁজে পাওয়া যায় না। কোন একটা অনুষ্ঠান দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকা আর সেই মুহূর্তে কারেন্ট গেলে কি যে খারাপ লাগতো। ভাইয়া আপনার সাদাকালো টিভির গল্প পড়ে ছোটবেলায় ফিরে গেলাম। ধন্যবাদ ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য।
এখন তো সব আধুনিক আপু! টিভি দেখে আর কয়জন! ফোনেই সব বিনোদন নিয়ে নেয়। আগের সাদাকালো দিনগুলো ভালো ছিল খুব আপু