বিপদ মানুষের বলে কয়ে আসেনা। ঠিক তেমনি হয়েছে এই ছেলেটির ক্ষেত্রেও। সকালে ভালো মনে করে হাঁটতে গিয়ে চোর হিসেবে লোকের সন্দেহ করে পিটানি দিল। তাও তো ভালো মনে হয় অল্পের মধ্যে দিয়ে গিয়েছে। তাছাড়া সকালবেলা একা একা হাঁটাও একটু রিস্কতো বটেই। ছেলেটি সহজ সরল জন্যই হয়তো বুঝে উঠতে সময় লেগেছে। যাক অবশেষে এলাকার গণ্যমান্য ব্যক্তি এসে তাকে উদ্ধার করেছে জেনে ভালো লাগলো। আসলেই খুবই দুঃখজনক একটি ঘটনা।
হ্যা আপু। এই যুগে সহজ সরল হওয়াই বিপদ।