জি ভাইয়া গতদিন আপনার আখের রস থেকে গুড় তৈরি দেখেছিলাম। যদিও এই প্রথম দেখেছি তাও বেশ ভালো লেগেছিল। তাছাড়া আমার কাছে মনে হয় আখের রস করে খাওয়ার থেকে বেশি ভালো লাগে আখ খেতে। লোকটি ভাল কাজ করেছে বাড়ি গিয়ে মগ এবং আখ ছাকার জন্য জিনিস নিয়ে এসেছে । তা না হলে পরিষ্কার রস খাওয়া বেশ কষ্টকর হয়ে যেত। ভালো লাগলো ভাইয়া আপনাদের মুহূর্তগুলো দেখে।
ঢাকা থেকে সোজা ছোট ভাইয়ের বাড়িতে চলে আসুন তাহলে সবকিছু সরাসরি দেখতে পারবেন সেই সাথে আখের রস এবং গরম গুড় খেতে পারবেন।