You are viewing a single comment's thread from:

RE: দুধের সর দিয়ে বাটার রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি এভাবে দুধের সর জমিয়ে ঘি তৈরি করি। কখনো বাটার তৈরি করা হয়নি। তাছাড়া সর ফেটানোর জন্য ব্লেন্ডার ইউজ করলে আরো বেশি সুবিধা হয়। হাত দিয়ে করলে হাত ব্যথা হয়ে যায়। যাই হোক আপু আপনার কাছ থেকে বাটার তৈরির আইডিয়াটি পেয়ে ভালো হয়েছে। এরপরে ঘি তৈরি না করে এভাবে বাটার তৈরি করব। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Sort:  
 2 years ago (edited)

ব্লেন্ডারে সময় বেশি লাগে মেশিন চলতে চলতে তাপ তৈরি হয় সেজন্য।
স্টিলের বাটি তাপ ধরে থাকে অনেক সময় পযন্ত ঠান্ডা থাকে মাত্র কয়েক মিনিট সময় লাগে স্প্যাচুলা দিয়ে ঘষলে ব্লেন্ডারের তুলনায় কমই লাগে।
এই বাটার জ্বাল করলেই দারুণ ফ্লেভারের খাটি পাওয়া যায়। প্রসেস একই শুধু চুলায় জ্বাল করতে হবে ঘী তৈরির জন্য।