You are viewing a single comment's thread from:
RE: কালিম্পং ট্যুর ২০২৩ ।। কুচবিহার থেকে জলপাইগুড়ি যাত্রা
যাক আমার পরিচিত বেশ কিছু জায়গা তাহলে আগামী পর্বগুলোতে দেখতে পারবো। আপনার মত এরকম আমারও বিভিন্ন সময়ের কত ছবি যে পড়ে আছে পোস্ট করার অভাবে। তাছাড়া যে কোনো জায়গায় ঘুরতে গেলে দলবল মিলে একসঙ্গে যার মজাই অন্যরকম। এতে আনন্দ দ্বিগুণ হয়ে যায়। জলপাইগুড়ি স্টেশনটা বিশাল বড়। আশেপাশে ঘুরে দেখার যদিও আমার সুযোগ হয়নি কিন্তু যেটুকু দেখেছি তাতেই বুঝতে পেরেছি।
আপু এখন তো আর নিয়মিত পোস্ট করা হয় না। আমার তো মনে হয় এক বছরেরও আমার পোস্ট করা শেষ হবে না। হিহিহিহি। তবে ছবি গুলো দেখে ঐ জায়গা গুলোতে কাটানো মজার মুহূর্তের কথা খুব মনে পড়ে আপু।