ছোট বাচ্চারা অসুস্থ হলে মাকে সবসময় কাছে চায়। ভালো করেছেন আপু বাচ্চাকে সময় দিয়ে। পোস্ট চাইলে সব সময় করা যায়। এখন কিছুটা সুস্থ হয়েছে জেনে ভালো লাগলো। আপনার আমের পিউরির আচার দেখেই তো খেতে ইচ্ছা করছে। এভাবে কখনো আমের পিউরি দিয়ে আচার তৈরি করা হয়নি। তেতুলে দেওয়ার কারণে খেতে মনে হয় আরো বেশি সুস্বাদু হয়েছিল। বেশ লোভনীয় লাগছে দেখতে।