একদম ঠিক বলেছেন আপু অরিগামী হলো কাগজের ভাঁজের খেলা। আর এই ভাঁজগুলো মাঝেমধ্যে খুবই কঠিন হয়ে যায়। সেগুলো মেলানো যায় না। যাই হোক আপনার আজকের ডাইনোসরের অরিগামিটা কিন্তু চমৎকার হয়েছে। কাগজের কালার খুব সুন্দর সিলেক্ট করেছেন। যার কারণে আরো ভালো লাগছে দেখতে।